নকশালবাড়ি আন্দোলন নিয়ে ওয়েব সিরিজ: নওয়াজুদ্দীনের সঙ্গে অভিনয়ে জয়া
বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয় করবেন প্রখ্যাত বলিউড অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকীর সঙ্গে। 'নকশালবাড়ি আপরাইজিং' ওয়েব সিরিজে দেখা যাবে তাদের।
১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকে গড়ে ওঠা সশস্ত্র আন্দোলন ঘিরে এর কাহিনি।
রুনু গুহ নিয়োগী ছদ্মনামে কলকাতার এক সাবেক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের লেখা 'সাদা আমি কালো আমি' উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন সায়ন্তন মুখোপাধ্যায়।
উপন্যাসের দুটি প্রধান চরিত্র চারু মজুমদার ও লীলা মজুমদার সেনগুপ্ত। ওয়েব সিরিজটিতে চারু মজুমদারের চরিত্রে নওয়াজুদ্দীন এবং তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে জয়া অভিনয় করবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন পরিচালক সায়ন্তন।
অন্যদিকে, তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের চরিত্রে সব্যসাচী চক্রবর্তীর অভিনয় করার কথা রয়েছে।