এইচ অ্যান্ড এমকে পেছনে ফেলল জারা
বিশ্বখ্যাত ইউরোপীয় পোশাক ব্র্যান্ড জারার প্রতিষ্ঠাতা ইন্ডিটেক্স, বিক্রয় বৃদ্ধি এবং মুনাফা অর্জনে নতুন এক রেকর্ড গড়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী সুইডিশ ব্র্যান্ড এইচ অ্যান্ড এম-কে এবার পেছনে ফেলেছে তারা।
বিশ্বের সবচেয়ে বড় দুই ফ্যাশন রিটেইলার প্রতিষ্ঠানের মাঝের এই প্রতিযোগিতায় ইন্ডিটেক্স এগিয়ে থাকার কারণ হলো, চলতি বছরের জুলাই পর্যন্ত বিগত তিন মাসে প্রতিষ্ঠানটির বিক্রি পৌঁছেছে ৬ বিলিয়ন ইউরোতে। ২০১৯ সালের এই একই সময়ের তুলনায় যা প্রায় ৭ শতাংশ বেশি।
অন্যদিকে, আগস্টের শেষ পর্যন্ত বিগত তিন মাসে এইচ অ্যান্ড এমের বিক্রি দাঁড়ায় ৪.৭ বিলিয়ন পাউন্ডে, যা কোভিড-১৯ মহামারি পূর্ববর্তী সময়ের চেয়ে প্রায় ১১ শতাংশ কম।
জারার পাশাপাশি মাসিমো দুত্তি ও দ্য ব্রেশকা ব্র্যান্ডের স্বত্বাধিকারী স্প্যানিশ গ্রুপ ইন্ডিটেক্সের মোট মুনাফা পৌঁছেছে ৭২৬ মিলিয়ন ইউরোতে। মূলত প্রধান শোরুমগুলো খোলা থাকায় এবং ব্যাপকভাবে অনলাইন বিক্রি বৃদ্ধি পাওয়ায় এ মুনাফা অর্জিত হয়েছে বলে জানা যায়।
বিশ্লেষকরা বলছেন, মুনাফা অর্জনের এই অনন্য উচ্চতায় পৌঁছতে প্রতিষ্ঠানটিকে একটি দক্ষ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কৌশল নিয়ে এগোতে হয়েছে। গ্রাহকদের চাহিদা এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন দোকানে কোথায় কাপড় ও হোমওয়্যার পণ্য রয়েছে সে সম্পর্কে তারা খুব ভালোভাবেই জানে। ফলে ওয়্যারহাউজ বা গুদামে গিয়ে পণ্য খোঁজার বদলে তারা শোরুম থেকেই অনলাইনে অর্ডার করা পণ্যের ডেলিভারি নিশ্চিত করতে পেরেছে; যা ডেলিভারির সময় বাঁচানোর সঙ্গে সঙ্গে মুনাফাও বাড়িয়েছে ব্যাপকহারে।
কিন্তু এশিয়াতে মহামারিজনিত মন্দার কারণে সুইডিশ ব্র্যান্ড এইচ অ্যান্ড এম ইউরোপ এবং আমেরিকায় ব্যবসা করে ইন্ডিটেক্সকে টক্কর দিতে হিমশিম খাচ্ছে।
কস এবং মঙ্কি-এর স্বত্বাধিকারী এইচ অ্যান্ড এমের এক সূত্র জানিয়েছে, আগস্টের শেষ পর্যন্ত তাদের প্রায় ১০০টি দোকান সাময়িকভাবে বন্ধ ছিল।
তারা বলছে, "লকডাউন এবং বিধিনিষেধ, বিশেষ করে এশিয়ায় উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে চলেছিল"।
"তবে, এখন বিধিনিষেধ শিথিল করা হয়েছে; ফলে অনেক দোকানে বিক্রি বেড়েছে এবং অনলাইনেও অর্ডার বাড়ছে"।
পশ্চিমা বিশ্বজুড়ে কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে দোকানগুলো পুনরায় চালু হওয়ায় খুচরা বিক্রেতারা বেশ উৎসাহিত হয়েছেন। এদিকে আবার অনলাইন বিক্রিও বেড়ে চলেছে।
ইন্ডিটেক্সের হিসাব অনুযায়ী, এ বছরে তাদের মোট মুনাফার প্রায় ২৫ শতাংশই আসবে অনলাইন বিক্রি থেকে।
অন্যদিকে, এইচঅ্যান্ডএম জানিয়েছে, গত তিন মাসে তাদের অনলাইন বিক্রি বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
থার্ড ব্রিজের বিশ্লেষক হ্যারি বার্নিক বলেন, "কোভিড-পরবর্তী খুচরা ব্যবসায়ের বাজারে ইন্ডিটেক্স প্রথম বিজয়ী"।
সোসিয়েট জেনারেল ব্যাংকের আরেক বিশ্লেষক অ্যান ক্রিশ্চেলা বলেন, "দুই বছর আগে প্রকৃত অর্থে বিক্রির পরিমাণ যা ছিল তার চেয়ে এখন এগিয়ে আছে এবং আমি মনে করি না, অনেক খুচরা বিক্রেতা সেই অবস্থানে পৌঁছাতে পেরেছে"।
তিনি বলেন, "ইন্ডিটেক্স সেই সব কম সংখ্যক বড় দোকানগুলোর একটি, যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের পণ্য বিক্রি করে থাকে"।
- সূত্র- দ্য ডেইলি মেইল