কাবুলের রাস্তা যেন খোলাবাজার, টাকার অভাবে নিজেদের জিনিসপত্র বেচে দিচ্ছেন আফগানরা
তালেবান শাসনের হাত থেকে পালাতে কিংবা শুধুমাত্র খেয়েপরে বেঁচে থাকার সম্বল যোগাড় করতে- নিজেদের ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন আফগানরা। ফলে, কাবুলের রাস্তা এখন খোলাবাজারে পরিণত হয়েছে।
কার্পেট, রেফ্রিজারেটর, টেলিভিশন সেট থেকে শুরু করে হরেক রকমের পণ্য কাবুলের চামান-এ-হোযোরি উদ্যানে যাওয়ার পথে মিলবে। অর্থাভাবে মরিয়া শত শত আফগান এসে ভিড় করেছেন সেখানে।
আফগানদের ভাষ্যে, বহু দামি জিনিস এখন তারা পানির দামে বিক্রি করে দিচ্ছেন।
লাল গুল নামক একজন দোকানদার তোলো নিউজকে জানান, এক লাখ আফগানি (আফগানিস্তানের মুদ্রা) মূল্যের গৃহস্থালি পণ্য এখন ২০,০০০ আফগানিতে বিক্রি হচ্ছে।
"আমি আমার কিছু জিনিস বাজারমূল্যের অর্ধেকের কমে বিক্রি করেছি। আমি ২৫,০০০ আফগানি দিয়ে একটি ফ্রিজ কিনেছিলাম, কিন্তু সেটি বিক্রি করেছি মাত্র ৫০০০ আফগানির বিনিময়ে। আমাদের আর কোনো উপায় নেই। কি করবো আমি? আমার সন্তানদের রাতে খাবার দরকার", বলেন লাল গুল।
সাবেক পুলিশ অফিসার, মোহাম্মদ আগা আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যত নিয়ে কথা বলেন। গত দশদিন ধরে তিনি কাবুলের এই খোলাবাজারে কাজ করছেন।
"তারা আমার বেতন দেয়নি। এখন আমার কোনো চাকরি নেই। আমি এখন কি করবো?" বলেন তিনি।
মোহাম্মদ আগার মতো করুণ পরিস্থিতি আরও অনেকের। কাবুলের বাসিন্দা, মেরাজুদ্দিন বলেন, "আমি একজন ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার। আমার ছেলে ভূতত্ত্ব অনুষদ থেকে পাশ করেছে। এখন আমরা দুজনেই বেকার। আমরা এখানে এসেছি নিজেদের জিনিসপত্র বিক্রি করে সেই টাকায় খাবার কিনতে। কারণ আমাদের একটা পরিবার আছে।"
- সূত্র: তোলো নিউজ