১৮ অক্টোবরের মধ্যে মার্কিন সরকারের অর্থ শেষ হতে চলেছে, ট্রেজারি সেক্রেটারির উদ্বেগ
মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন আইন প্রণেতাদের সতর্ক করে দিয়েছেন যে, কংগ্রেস ঋণের সীমা না বাড়ালে ১৮ অক্টোবরের মধ্যে ফেডারেল সরকার অর্থ সংকটে পড়তে পারে।
ওয়াশিংটন সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ঋণ খেলাপি হতে পারে। ইয়েলেনের নতুন এই সতর্কবার্তা এমনটিই ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হলে দেশের লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাতে পারে এবং কয়েক লক্ষ কোটি ডলারের সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সেইসঙ্গে পুরো বিশ্বের অর্থনীতিতে বিপর্যয় দেখা দেওয়ারও সম্ভাবনা রয়েছে।
ইয়েলেন একটি চিঠিতে লিখেছিলেন, "এই তারিখের পরে আমরা জাতির প্রতিশ্রুতি পূরণ করতে পারব কিনা তা অনিশ্চিত।"
এর আগে, ট্রেজারি ডিপার্টমেন্ট অনুমান করেছিল অক্টোবরের কোনো এক সময়ে সরকারের নগদ তহবিল শেষ হয়ে আসতে পারে।
সিনেটের রিপাবলিকানরা ঋণের সীমা স্থগিত করে একটি বিল আটকে দেওয়ার করার কয়েক ঘণ্টা পরই এই সতর্কবার্তা দিলেন ইয়েলেন।
তিনি আরো সতর্ক করেছেন, ১৮ অক্টোবরের সময়সীমা কেবল একটি অনুমান; কারণ ফেডারেল সরকারের নগদ প্রবাহ "অনিবার্যভাবে পরিবর্তনশীল"। তিনি উল্লেখ করেছেন, গত বছরে অর্থায়ন ব্যতীতই সরকারের দৈনিক মোট নগদ প্রবাহের পরিমাণ ছিল, গড়ে প্রায় ৫০ বিলিয়ন ডলার; যা মাঝে মাঝে ৩০০ বিলিয়ন ডলারও ছাড়িয়ে গেছে।
এখানে বড় ঝুঁকি হলো, কংগ্রেস প্রত্যাশিত সময়সীমার আগেই নগদ তহবিলের সংকটে পড়েছে; আর এই দুর্ঘটনাই সরকারকে ঋণখেলাপি বানানোর মঞ্চ তৈরি করছে।
- সূত্র- সিএনএন