বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ
যেসব বিদেশি চ্যানেল বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে, সেগুলোর সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হয়েছে। আজ (শুক্রবার) থেকে ওই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন কেবল অপারেটররা।
জানা গেছে, যেসব বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে সেগুলো দেখানো যাবে না।
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ টিবিএস'কে বলেন, '৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনসহ সম্প্রসারে থাকা সব চ্যানেল বন্ধ করার জন্য তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ ছিল। সব চ্যানেলেই বিজ্ঞাপন থাকায় আজ (শুক্রবার) থেকে সব বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ রয়েছে।'
'মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার আগে বিদেশি চ্যানেল সম্প্রচার করা হবে না। আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই,' যোগ করেন তিনি।