বিসিবি নির্বাচনে পাইলটের হার
প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নির্বাচন করেছেন খালেদ মাসুদ পাইলট। রাজশাহী বিভাগে থেকে নির্বাচন করা বাংলাদেশের সাবেক এই অধিনায়কের অভিজ্ঞতা ভালো হলো না। বড় ব্যবধানে হেরে গেছেন তিনি। এই ক্যাটাগরিতে ৯ জন ভোটার ছিল, পাইলট মাত্র দুটি ভোট পেয়েছেন।
পাইলটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাইফুল আলম স্বপন চৌধুরী, যিনি গত দুই মেয়াদে বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে কেবল রাজশাহী ও ঢাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
হার নিশ্চিত হয়ে যাওয়ার পর প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে পাইলট বলেন, 'উনাকে আমি অভিনন্দন জানাই। আশা করি উনি রাজশাহী বিভাগের ক্রিকেটের উন্নয়নে আগামী চার বছর কাজ করবেন। কোনো সহায়তার প্রয়োজন হলে আমি সানন্দে এগিয়ে আসব।'
জেলা ও বিভাগ ক্যাটাগরিতে নির্বাচনের আগেই সাত পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন- আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ), আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)।
ঢাকা বিভাগে তানভীর আহমেদ টিটু ও নাঈমুর রহমান দুর্জয়ের প্রতিদ্বন্দ্বী থাকলেও নির্বাচনের আগের দিন নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদের গুটিয়ে নেন। ব্যালটে তাদের নাম থাকলেও তারা নির্বাচিত হতে পারেননি।