মাদক সম্রাট পাবলো এসকোবারের পোষা খুনির মৃত্যু
আসল নাম জন জেইরো ভেলাসকুয়েজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের নির্দেশে প্রায় ৩শ মানুষকে হত্যা করেছেন বলে দাবি করতেন।
দুই দশক কারাগারে কাটিয়ে অপরাধ জগতে ‘পপআই’ নামে কুখ্যাতি অর্জন করা এই পেশাদার খুনি ২০১৪ সালে জেল থেকে ছাড়া পান। এরপর তিনি একটি ইউটিউব চ্যানেল খোলেন। প্রায় ১০ লাখ মানুষ তার চ্যানেল ফলো করতো।
অবশ্য অপরাধের অন্ধগলি খুব কম মানুষই একেবারে পরিত্যাগ করতে পারেন। ২০১৮ সালে ফের প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা নেওয়ার এক অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়।
কারাবন্দি হিসেবে দেশটির রাজধানী বোগোটার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউডে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভেলাসকুয়েজ অন্ত্রনালীর ক্যান্সারে মারা গেছেন। গত ডিসেম্বর থেকেই তিনি সেখানে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। কলম্বিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারি প্রশাসনিক কর্মকর্তারা ভেলাসকুয়েজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরবর্তীতে ভেলাসকুয়েজকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র তৈরি করে টেলিভিশন চ্যানেল আরটি।
পাবলো এসকোবারের বিশ্বস্ত খুনির পাশাপাশি তিনি তার মাদক ব্যবসায়েরও এক ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এস্কোবারের ভয়ংকর মেডিলিন কার্টেল চক্র যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচার করে। দীর্ঘদিন ধরেই নানা অপরাধের দায়ে কলম্বিয়ার পুলিশের শীর্ষ সন্ত্রাসী তালিকায় ছিলেন ভেলাসকুয়েজ। তবে ১৯৯২ সালে তিনি নিজেই আত্মসমর্পণ করেন। এসময় আদালত তাকে ২৩ বছরের কারাদণ্ড দেন।
নিজের ইউটিউব চ্যানেলে ভেলাসকুয়েজ তার অপরাধ সংগঠনের অভিজ্ঞতাগুলো বলতেন। এভাবে তিনি প্রচুর মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন।