চীনফেরত পাইলটরা পর্যবেক্ষণে
চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের কেন্দ্রস্থল উহান থেকে ৩১২ বাংলাদেশিকে বিমানে করে আনা পাইলট ও ক্রুদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ১৬১ জন।
উহানফেরত কোনো বাংলাদেশির মধ্যে এ ভাইরাস সংক্রমিত হয়নি। তবে সতর্কতার অংশ হিসেবে চীন থেকে আসা বিমানকর্মীদের আলাদা করে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইইডিসিআর।
এ বিষয়ে আইইডিসিআরের পরিচালক সেব্রিনা ফ্লোরা বলেন, "চীন থেকে ঘুরে আসা ডাক্তার ও বিমানকর্মীরা হোম কোয়ারোন্টিনে (বাড়িতে আলাদাভাবে) আছেন। তাদের এখন বাইরে যাতায়াত না করার পরামর্শ দিয়েছি আমরা।"
করোনা ভাইরাস সংক্রমণ রোধে পয়লা ফেব্রুয়ারি উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দেশে আনা হয় ৩১২ বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষককে।
তাদের কেউই ভাইরাসে আক্রান্ত না হলেও সতর্কতার অংশ হিসেবে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।