চীন থেকে ১৭১ জনকে আনা এখন সম্ভব হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী
চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত সপ্তাহে সেখান থেকে ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। তবে সেখানে রয়ে যাওয়া আরও ১৭১ বাংলাদেশি দেশে ফেরার ফেরার আকুতি জানালেও তাদের আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের জিজ্ঞাসায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, “যারা এখন আসতে চাচ্ছেন, তাদের জন্য আমরা অনেক খরচ করেছি। তারপরও সম্ভব হচ্ছে না। বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছে না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুরে পর্যন্ত যেতে পারছে না। একমাত্র চাইনিজ চাটার্ড ফ্লাইটে তাদের আনা সম্ভব হত। এক পর্যায়ে চীন রাজিও হয়েছিল। কিন্তু পরে তারা না করে দিয়েছে। আমরা তো কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, কোনো ক্রুও যেতে চাচ্ছে না।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের খাওয়া-দাওয়া চাইনিজরা এনশিওর করছে। ২৩টি জায়গায় বাংলাদেশিরা থাকে, সবগুলো জায়গায়ই খাবার, পানি সময়মতো পাঠিয়ে দিচ্ছে তারা। তারা খাবার সঙ্কটে আছে বলে যেসব কথা শোনা যাচ্ছে, তা সঠিক না। আমাদের দূতাবাস ওদের সাথে সব সময় যোগাযোগ করছে। ৩৮৪ জনের একটা গ্রুপ কনটিনিউয়াসলি খোঁজ নিচ্ছে তাদের।”
গত সপ্তাহে দেশে যাদের ফিরিয়ে আনা হয়েছে তাদের কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে তিনি জানান।
“আমাদের আরও ১৭১ জন এখনো সেখানে আছেন। আমরা তাঁদের আগ্রহের প্রতি খুব সংবেদনশীল। আমরা আগে ৩১২ জনকে আনতে উড়োজাহাজ পাঠিয়েছিলাম। যাঁরা এসেছেন তাঁদের কেউই ভাইরাসে আক্রান্ত নন।”
করোনা ভাইরাসে চীনে ইতোমধ্যে সাতশো এর বেশি মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। চীন থেকে প্রায় পঁচিশটিরও বেশি দেশে সংক্রমিত হয়েছে মারাত্মক এই ভাইরাস।