পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থসহ খাবার ও ঢেউটিন বরাদ্দ
রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের জন্য নগদ অর্থসহ খাবার ও ঢেউটিন বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্ষতিগ্রস্তদের জন্য একশো বান্ডিল ঢেউটিন ও ক্ষতিগ্রস্ত গৃহনির্মাণ বাবদ সাড়ে ৯ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
এছাড়াও শুকনো ও অন্যান্য খাবারের দুইশো প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গতকাল এ বরাদ্দ দেয়া হয়। প্রতিটি প্যাকেটে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলার মতো খাবার থাকবে বলে জানানো হয়।
মঞ্জুরীকৃত ঢেউটিন, নগদ অর্থ ও খাবার স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফকে অবমাননা করে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রাত ১০টার দিকে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২০টি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। হামলায় ৬০টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।