'কখনোই সিনেমার সেটে বন্দুকের গুলিতে কারো মৃত্যু কাম্য নয়'
হলিউড ছবি 'রাস্ট'-এর সেটে অ্যালেক বল্ডউইনের বন্দুক দুর্ঘটনায় মুখ্য চিত্রগ্রাহক নিহত ও পরিচালক আহত হওয়ার ঘটনার সঙ্গে অনেকেই ব্র্যান্ডন লি'র অকাল মৃত্যুর মিল পাচ্ছেন। হতাহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ব্র্যান্ডনের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।
ব্রুস লি'র সন্তান, ব্র্যান্ডন ১৯৯৩ সালে 'দ্য ক্রো' ছবির শুটিং চলাকালে এরকম এক বন্দুক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান।
বৃহস্পতিবার রাস্ট ছবির শুটিংয়ে অ্যালেক বল্ডউইনের হাতে থাকা নকল বন্দুক থেকে আসল গুলি ছুটে এলে তার আঘাতে প্রায় সঙ্গে সঙ্গেই মারা যান ছবির মুখ্য চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনস, গুরুতরভাবে আহত হন পরিচালক জোয়েল সৌজা।
এই ঘটনার পর ব্র্যান্ডনের পরিবারের পক্ষ থেকে তার বোন শ্যারন লি'র দেওয়া এক টুইট বার্তায় বলা হয়, 'আমাদের হৃদয় আজ হ্যালাইনা হাটচিনসের পরিবার এবং জোয়েল সৌজার সাথে আছে। কখনোই সিনেমার সেটে বন্দুকের গুলিতে কারো মৃত্যু কাম্য নয়। শেষ কথা।"
১৯৯৩ সালের ৩১শে মার্চ 'দ্য ক্রো'-র শুটিং চলাকালে একজন অভিনেতা ব্র্যান্ডন লি'র দিকে একটি নকল বন্দুক তাক করলে .৪৪ ক্যালিবারের একটি গোলা গিয়ে আঘাত করে তাকে।
পরবর্তীতে তদন্তে উঠে আসে, বন্দুকের মধ্যে একটি ডামি কার্তুজের ডগা ছিল, যা ফাঁকা গুলি করার সময় লি'কে আঘাত করেছিল।
জানা গেছে, 'রাস্ট' ছবির সেটে ঘটা দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন অ্যালেক বল্ডউইন। ঘটনার পর পুলিশ অফিসের সামনে কাঁদতে দেখা গেছে তাকে।
এক বিবৃতিতে পুলিশ অফিসের মুখপাত্র সাংবাদিকদের বলেন, 'আমরা অন্য যেকোনো তদন্তের মতোই মূল্যায়ন করছি এ ঘটনাকে।"
সূত্র: ডেইলি মেইল।