তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করছি: বল্ডউইন
বৃহস্পতিবার চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের মৃত্যুর পর প্রথম প্রকাশ্য বিবৃতি দিয়েছেন অভিনেতা অ্যালেক বল্ডউইন।
শুক্রবার তিনি টুইটে লেখেন, "যে মর্মান্তিক দুর্ঘটনা একজন স্ত্রী, মা এবং আমাদের সহকর্মী, হ্যালাইনা হাচিনসের জীবন কেড়ে নিয়েছে সে সম্পর্কে শোক এবং দুঃখ প্রকাশ করার মতো কোন শব্দ নেই আমার।"
"ঘটনাটি নিয়ে চলমান পুলিশি তদন্তে পুরোপুরি সহযোগিতা করছি আমি। এছাড়া, আমি হ্যালাইনার স্বামীর সাথে যোগাযোগ করে, তার এবং তার পরিবারের প্রতি সহযোগিতার প্রস্তাব দিচ্ছি। তার স্বামী, সন্তান এবং যারা তাকে ভালোবাসতেন, তাদের সবার জন্য আমি মর্মাহত," বলেন বল্ডউইন।
নিউ মেক্সিকোতে 'রাস্ট' মুভির শুটিং সেটে এই দুর্ঘটনা ঘটে। মুভিতে অভিনয়ের পাশাপাশি সেটি প্রযোজনাও করেছেন বল্ডউইন। শুটিংয়ের সময় তিনি একটি নকল বন্দুক থেকে গুলি ছুঁড়লে সেটি আঘাত করে মুভির চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনস (৪২) এবং পরিচালক জোয়েল সৌজা (৪৮) কে। সে ঘটনায় হাচিনসের মৃত্যু ঘটলেও আহত হন জোয়েল। চিকিৎসার জন্য ক্রিস্টাস সেন্ট ভিনসেন্টের রিজিওনাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
বল্ডউইনকে একটি 'কোল্ড গান' দেওয়া হয়েছিল
সান্টা ফে কাউন্টি শেরিফের অফিসের জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানাতে উঠে আসে, বল্ডউইনকে সেই বন্দুকটি দিয়েছিলেন মুভির সহকারী পরিচালক ডেভিড হলস। একটি কার্টে রাখা ছিল সেটি। বন্দুকটিকে 'কোল্ড গান' বলে উল্লেখ করেছিলেন ডেভিড। কোল্ড গান বা বন্দুকে আসল গুলি থাকে না। কিন্তু এই বন্দুক থেকে ছোঁড়া গুলিতেই নিহত হন হ্যালাইনা হাচিনস।
তদন্তের হলফনামায় বলা হয়, বন্দুকে আসল গুলি থাকার বিষয়টি জানতেন না সহকারী পরিচালক। শ্যুটিংয়ের সময় ব্যবহৃত বন্দুক, গোলাবারুদ, ক্যামেরা, কম্পিউটার সরঞ্জামাদি সহ অভিনেতাদের পরিহিত কাপড় জব্দ করতে বলা হয়েছে হলফনামায়।
নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে আগেই কাজ ছেড়ে দেন অনেক ক্রু
লস অ্যাঞ্জেলেস টাইমস এবং অন্যান্য সংবাদমাধ্যমের মতে, বন্দুক বিষয়ক নিরাপত্তা পদ্ধতি সহ শ্যুটিংয়ের আগে কোভিড প্রোটোকল অনুসরণ না করায় বেশ কিছু ক্রু মুভিটির কাজ ছেড়ে দেন।
সান্টা ফে কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, তদন্ত 'সক্রিয়' রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
'নকল বন্দুকে'র গুলিতে মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়
শ্যুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এ ধরণের দুর্ঘটনা আগে ঘটেছে। ১৯৯৩ সালে 'দ্য ক্রো' সিনেমার শুটিংয়ের সময়, নকল বন্দুকের গুলিতে ব্রুস লির ছেলে এবং অভিনেতা ব্র্যান্ডন লি নিহত হন।
এমনকি, নিকটবর্তী পরিসরে গুলি করা হলে ফাঁকা গোলাবারুদও মারাত্মক হতে পারে। ১৯৮৪ সালে, "কভার আপ: গোল্ডেন অপরচুনিটি" সিরিজের সেটে বন্দুক নাড়াচাড়ার সময় দুর্ঘটনাবশত ট্রিগার টেনে ঘটনাস্থলে নিহত হন অভিনেতা জন-এরিক হেক্সাম। মাথায় গুলি লেগেছিল তার।
- সূত্র- সিএনএন