ক্যাচ মিস ও আসালঙ্কা ঝড়ে বাংলাদেশের হার
আগে ব্যাটিং করতে নেমে মিললো বড় সংগ্রহ। বল হাতেও শুরুটা হলো দারুণ। কিন্তু এরপর ম্যাচসেরা চারিথ আসলাঙ্কার চোখ ধাঁধানো ব্যাটিং ও গুরুত্বপূর্ণ সময়ে লিটন দাসের দুটি ক্যাচ মিসে বাংলাদেশের হাত থেকে ছিটকে গেল ম্যাচ। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচের মাঝপথে খেই হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেল বাংলাদেশ।
রোববার শারজাতে লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ভালো শুরুর পর নাঈম শেখ ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। যা বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে শুরুতে হোঁচট খেলেও দিক হারায়নি শ্রীলঙ্কা। দারুণ ব্যাটিংয়ে দলকে অনেকটা পথ এগিয়ে দেন পাথুম নিসাঙ্কা ও চারিথ আসলাঙ্কা। মাঝে সাকিবের স্পিন ঘূর্ণিও দমাতে পারেনি লঙ্কানদের। আসালঙ্কা ও রাজাপাকশের চোখ ধাঁধানো ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবারের সাক্ষাতেই দুবারই লঙ্কানদের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা, সেটাও প্রথম বিশ্বকাপে। ২০০৭ সালের সেই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দলটি ৬৩ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছিল ৬৪ রানে।
এই ম্যাচে বাংলাদেশের হারের চিত্র বোঝাতে দুটি ঘটনার বর্ণনাই যথেষ্ট। ১২.২ ওভাওরে শ্রীলঙ্কার রান তখন ৯৮ রান। রাজাপাকশে ব্যাটিং করছিলেন ১৪ রানে। লঙ্কান বাঁহাতি এই ব্যাটসম্যানের তোলা ক্যাচ ফেলেন দেন লিটন। পরে রাজাপাকশে খেলেন ৩১ বলে ৫৩ রানের ইনিংস।
লিটন সবচেয়ে বড় মিসটি করেছেন ম্যাচসেরা আসালঙ্কার ক্যাচ ফেলে। ১৪.৩ ওভারে লঙ্কানদের রান তখন ৪ উইকেটে ১২৩। ৬৩ রানে ব্যাটিং করছিলেন আসালঙ্কা। বাঁহাতি এই লঙ্কান ব্যাটসম্যানের ক্যাচও মাটিতে ফেলে দেন, যেন ক্যাচ না, ম্যাচটাই ফেলে দেন লিটন। আসালঙ্কাই মাত্র ৪০ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দারুণ এক জয় এনে দেন। ২৪ রান করেন পাথুম নিসাঙ্কা। নাসুম ও সাকিব ২টি করে উইকেট নেন, একটি উইকেট পান সাইফউদ্দিন।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করেন নাঈম ও লিটন। তবে স্বভাবসুলভ ব্যাটিং করতে আজও ব্যর্থ লিটন। আগের তিন ম্যাচ মিলিয়ে ৪০ রান করা ডানহাতি এই ওপেনার ১৬ বলে ১৬ রান করেন থামেন।
এরপর উইকেটে যোগ দেওয়া সাকিব আল হাসানকে ব্যাট হাতে বেশি সাবলীল দেখাচ্ছিল। ৬ বলে ২টি চারে ১০ রান তুলে ফেলেন দারুণ ছন্দে থাকা বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু পরের বলে তার স্টাম্প উপড়ে নেন লঙ্কান পেসার চামিকা করুনারত্নে।
সাকিবের বিদায়ের চাপ দলকে বুঝতেই দেননি নাঈম ও মুশফিক। ৭৩ রানের জুটি গড়েন তারা। নাঈমের বিদায়ে এই জুটি ভাঙে। এর আগে ৫২ বলে ৬টি চারে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেওয়া বাঁহাতি এই ওপেনার।
নাঈমের বিদায়ের পর কেবল মুশফিকর রহিমের ব্যাটিং শো চলেছে। দীর্ঘদিনের রান খরা কাটিয়ে এদিন দাপুটে ব্যাটিং করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মাত্র ৩২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। আফিফ হোসেন ৭ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১০ রানে অপরাজিত থাকেন। একটি করে উইকেট নেন চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।
দুবার ক্যাচ ছাড়লেন লিটন, হারের শঙ্কায় বাংলাদেশ
একটি নয়, দুটি ক্যাচ ফেললেন লিটন দাস। সেটা কাজে লাগিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন দারুণ ব্যাটিং করতে থাকা চারিথ আসালঙ্কা ও আভিশকা রাজাপাকশে। ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১২৬ রান। আসালঙ্কা ৬৪ ও রাজাপাকশে ২৪ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৩০ বলে ৪৬ রান দরকার শ্রীলঙ্কার।
হাসারাঙ্গাকে ফিরিয়ে লঙ্কানদের চাপ বাড়ালেন সাইফউদ্দিন
আগের ওভারেই জোড়া আঘাতে লঙ্কানদের দিক ভুলিয়ে দেন সাকিব আল হাসান। পরের ওভারে ভানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে লঙ্কানদের চাপ আরও বাড়ালেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১১ ওভার শেষে ৪ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ৮৫ রান। উইকেটে আছেন চারিথ আসালঙ্কা ও ভানুকা রাজাপাকশে।
জোড়া আঘাতে স্বস্তি ফেরালেন সাকিব
শুরুর ধাক্কা সামলে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালঙ্কা। ৮ ওভারে ৭১ রান রান তুলে ফেলে লঙ্কানরা। এই জুটি ভেঙে স্বস্তি ফেরালেন সাকিব। ২৪ রান করা নিসাঙ্কারে স্টাম্প উপড়ে নিয়েছেন বাঁহাতি। একই ওভারে আভিষকা ফার্নান্দোকেও ফিরিয়ে দিয়েছেন তিনি। জোড়া আঘাতে লঙ্কানদের কোণঠাসা করে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
নিসাঙ্কাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান সাকিব। শহীদ আফ্রিদির ৩৯ উইকেটের রেকর্ড ছাড়িয়ে সাকিব তার উইকেট নিয়ে গেলেন ৪১টিতে।
শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কার দাপুটে ব্যাটিং
বাংলাদেশের দেওয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট পতন, তবু চাপে পড়লো না শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালঙ্কা দাপুটে ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ছার-ছক্কার ফুলঝুরিতে পাওয়ার প্লে ৬ ওভার থেকেই ৫৪ রান তুলে নিয়েছেন তারা। নিসাঙ্কা ১৫ বলে ১৯ ও আসালঙ্কা ১৮ বলে ৩২ রানে ব্যাটিং করছেন।
প্রথম ওভারেই উইকেট এনে দিলেন নাসুম
দাপুটে ব্যাটিং করা বাংলাদেশের বোলিংয়ের শুরুটাও হলো ঝলমলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা নাসুম আহমেদ প্রথম ওভারেই উইকেট এনে দিলেন। কুশল পেরেরার স্টাম্প উপড়ে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। প্রথম ওভার শেষে ১ উইকেট লঙ্কানদের সংগ্রহ ৪ রান। উইকেট আছেন পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালঙ্কা।