টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: নিজের হাফ সেঞ্চুরি ও দলের সেঞ্চুরির পর ওয়ার্নারের বিদায়
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ডেভিড ওয়ার্নার। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও হাসলো তার ব্যাট, তুলে নিলেন তৃতীয় হাফ সেঞ্চুরি। ৩৮ বলে ৫৩ রান করে বিদায় নিয়েছেন তিনি। মিচেল মার্শের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান। মার্শ ৪৭ ও ম্যাক্সওয়েল ১ রানে ব্যাটিং করছেন। জয়ের জন্য ৪২ বলে ৬৪ রান দরকার অস্ট্রেলিয়ার।
১০ ওভারে অজিদের সংগ্রহ ৮২ রান
শিরোপার লড়াইয়ে বড় লক্ষ্যে দারুণ ব্যাটিং করে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুরুতে উইকেট হারালেও সেই চাপ নিমেষেই কাটিয়ে তোলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। তাদের ব্যাটে ঠিক পথেই আছে অজিরা। ১০ ওভার শেষে ১ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮২ রান। ওয়ার্নার ৪৫ ও মার্শ ৩০ রানে ব্যাটিং করছেন। ইতোমধ্যে ৬৭ রানের জুটি গড়েছেন তারা। জয়ের জন্য ৬০ বলে ৯২ রান তুলতে হবে তাদের।
ওয়ার্নার-মার্শে পাওয়ার প্লে অস্ট্রেলিয়ার
নিউজিল্যান্ডের দেওয়া বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো না হলেও চাপ কাটিয়ে দারুণ ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটে দ্রুততার সঙ্গেই রান তুলে যাচ্ছে অজিরা। পাওয়ার প্লে ৬ ওভার থেকে ৪৩ রান তুলেছে তারা। ওয়ার্নার ১৯ ও মার্শ ১৭ রানে ব্যাটিং করছেন।
শুরুতেই ফিঞ্চের বিদায়
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমেছে অস্ট্রেলিয়া। বড় লক্ষ্যে শুরুটা ভালো হয়নি তাদের। তৃতীয় ওভারেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
৩ ওভার শেষে ১ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে ডেভিড ওয়ার্নারের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন মিচেল মার্শ।