ডেইলি সানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনালে ডেইলি সানকে ২-০ গোলে হারিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ফুটবল দল। এ জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে টিম টিবিএস।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষে একটি করে গোল করেন স্টাফ করেসপন্ডেন্ট মীর মোহাম্মদ জসিম ও শওকত আলী পলাশ। ম্যাচজুড়ে দুর্দান্ত দাপটের সঙ্গে খেলায় ও তিনজনকে কাটিয়ে অনবদ্য গোলের জন্য ম্যাচসেরা হয়েছেন পলাশ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটির আয়োজনে ও প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট শুরু হয়েছে।
এবারের আসরে ৫০টি মিডিয়া হাউজ নকআউট পদ্ধতিতে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
টিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড: আবুল কাশেম, জসিম উদ্দিন, জাহিদুল ইসলাম, মীর মোহাম্মদ জসিম, রফিকুল ইসলাম, ইয়ামিন সাজিদ, শওকত হোসেন পলাশ।