কমল হাসানের শুটিংয়ে ক্রেন ভেঙ্গে ৩ জনের মৃত্যু
ভারতের চেন্নাইয়ে ‘ইন্ডিয়ান-২’ চলচ্চিত্রের শুটিং করছিলেন খ্যাতিমান অভিনেতা কমল হাসান। সেখানে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। হুট করেই ভেঙ্গে পড়ল প্রায় দেড়শ ফুট উঁচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট আপ। তাতে মারা গেছেন চলচ্চিত্রটির ৩ সহকারী পরিচালক। তবে অল্পের জন্য বেঁচে গেছেন ৬৫ বছর বয়সী কমল।
এই দুর্ঘটনায় চলচ্চিত্রটির পরিচালক এস. শঙ্কর হয়েছেন গুরুতর আহত। ক্রেনে চাপা পড়ে এ সময় শুটিং ফ্লোরে থাকা আরও ১০ কর্মী আহত হয়েছেন। খবর জি নিউজের।
জানা গেছে, দুর্ঘটনার পর হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন কমল হাসান নিজেই। এ বছরের ১৪ এপ্রিল তামিল এই থ্রিলার চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে এমন দুর্ঘটনা হয়তো মুক্তির তারিখ পিছিয়ে দেবে।