তরেসের সঙ্গে চুক্তি সেরে ফেলার পথে বার্সেলোনা: গার্দিওলা
সময়টা বেশ খারাপ যাচ্ছে বার্সেলোনার। বিশ্বসেরা ক্লাবগুলোর তালিকায় প্রথম সারিতে থাকা স্প্যানিশ জায়ান্টরা এখন প্রায় প্রতি ম্যাচেই ধুঁকছে। তবে নিজেদের টালমাতাল অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টাও করে যাচ্ছে তারা। চলতি মৌসুমে দলবদলে অনেকটা পরিবর্তন এনেছে বার্সা। তারই ধারাবাহিকতায় ম্যানচেস্টার সিটি থেকে ২১ বছর বয়সী তরুণ খেলোয়াড় ফেরান তরেসকে নিজেদের শিবিরে ভেড়ানোর আয়োজন সম্পন্ন করতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি।
বৃহস্পতিবার ম্যানসিটি ম্যানেজার পেপ গার্দিওলা নিজেই এ খবর নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
একাধিক ব্রিটিশ মিডিয়া আউটলেট সূত্রে খবর পাওয়া গেছে, ৫৫ মিলিয়ন ইউরোতে (৬২ মিলিয়ন ডলার) তরেসকে কাতালান শিবিরে আনতে রাজি বার্সা। স্কাই স্পোর্টস এবং বিবিসি, উভয় সংবাদমাধ্যমই জানিয়েছে, অ্যাড-অন হিসেবে তরেসের জন্য আরও বাড়তি ১০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত ব্লাউগ্রানারা।
সাংবাদিকদের গার্দিওলা বলেন, "এটা এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। আমি জানি যে তারা এ ব্যাপারে নেগোশিয়েট করছে। ক্লাব যখন ঘোষণা করবে, তখনই এটা চূড়ান্ত হবে।" তাছাড়া আসছে জানুয়ারিতে ম্যানসিটির কোনো স্ট্রাইকার কেনার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন গার্দিওলা।
"আমরা অন্য সব ক্লাবের মতো নই যে খেলোয়াড় দল ছাড়তে চাইলেও বলবো 'থাকো'। তারা যদি ক্লাব ছাড়তে চায় তাহলে ধরে নিতে হবে অন্য কোথাও তারা ভালো থাকবে বলে মনে করছে। তাদেরকে যেতেই হবে। আমি তরেসের ব্যাপারে খুশি", যোগ করেন গার্দিওলা।
চরম আর্থিক সংকটে পড়ে লিওনেল মেসিকে বিদায় জানানোর পর থেকেই বিপদ পিছু ছাড়ছে না বার্সেলোনার। তা সত্বেও তরেসের সঙ্গে এ চুক্তি করতে রাজি কাতালান ক্লাবটি। এই মুহূর্তে বার্সেলোনার ঋণের পরিমাণ ১ দশমিক ৩৫ বিলিয়ন ইউরোর বেশি!
সেই সাথে হৃদযন্ত্রের দুর্বলতার কারণে গেল সপ্তাহে সার্জিও আগুয়েরো অবসর নেওয়ায় বার্সার আক্রমণভাগ আরও দুর্বল হয়ে পড়েছে।
গত বছরের আগস্টে ভ্যালেন্সিয়া থেকে ৫ বছরের চুক্তিতে ২৩ মিলিয়ন ইউরো দিয়ে তরেসকে দলে আনে সিটি। কিন্তু এখনো পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে মাত্র ৪৩ ম্যাচ খেলেছেন তরেস, গোল করেছেন ১৬টি।
স্পেন জাতীয় দলের হয়ে ২২ ম্যাচ খেলে ১২ গোল করা তরেস ইনজুরির কারণে অনেকটা সময় মাঠের বাইরেই ছিলেন। উয়েফা ন্যাশনস লিগ চ্যাম্পিয়নে খেলার সময় বাম পায়ে মাইনর ফ্র্যাকচারের কারণে দল থেকে ছিটকে যান তিনি।