পেডিকিউর করতে এসে পা হারালেন নারী, পাবেন ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ
ফ্লোরিডায় এক নারীকে ১৫ কোটিরও বেশি টাকা ক্ষতিপূরণ দিয়েছে একটি বিউটি সেলুন। পেডিকিউরের সময় পায়ে আঘাত লাগায় সেলুনের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। পরবর্তীতে অপারেশনের মাধ্যমে তার ঐ পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীর আইনজীবী।
ডব্লিউএফএলএ-এর সূত্র মতে, ঘটনাটি ঘটে টাম্পায় অবস্থিত ট্যামি'স নেইলস ২ সেলুনে।
টাম্পা বে টাইমস অনুসারে, ২০১৮ সালে ঐ সেলুনে পেডিকিউরের সময় পায়ে আঘাত পান ভুক্তভোগী ক্লারা শেলম্যান। শেলম্যানের গুরুতর পেরিফেরাল ধমনী রোগের ফলে সেই ক্ষত পরবর্তীতে ভয়াবহ রূপ নেয়। উল্লেখ্য, পেরিফেরাল ধমনীর রোগের ফলে দেহে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়।
এই ঘটনার জের ধরে ২০২০ সালে সেলুনের বিরুদ্ধে মামলা করেন শেলম্যান। সেখানকার কর্মচারীরা নোংরা সরঞ্জাম ব্যবহার করেছিলেন বলে অভিযোগ তোলেন তিনি।
সেসময় তার আইনজীবী পল ফুলমার ইনসাইডারকে জানান, ঐ ঘটনার পর শেষ পর্যন্ত শেলম্যানের এক পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়।
"আমাদের ক্লায়েন্ট পেডিকিউর নিতে যেয়ে একটি অঙ্গই হারিয়েছেন। যদিও কোনো অর্থ তার এই জীবন পরিবর্তনকারী ঘটনাকে বদলাতে পারবে না, তবুও তার চিকিৎসার খরচের কিছু অংশ এর সাহায্যে বহন করা সম্ভব হবে," বলেন তিনি।
শেলম্যানের অঙ্গচ্ছেদের ফলে দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে তাকে। পা হারানোর পর তিনি নিজের বাড়িঅ হারান। বর্তমানে অন্যদের ওপর নির্ভরশীল শেলম্যান তার আত্মীয়দের সাথে বসবাস করছেন।
তবে মন্তব্যের জন্য শেলম্যানের সাথে যোগাযোগ করা যায় নি।