প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেপ্তার: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া তিনটায় রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, দলীয় কর্মীদের শাস্তি দেওয়ার সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রীরই রয়েছে। তাই কেউ অপরাধ করে পার পাবে না।
তিনি আরও বলেন, 'অপরাধ করলে যে নিজ দলের লোকদেরও শাস্তি দেওয়া হয়- শেখ হাসিনা এর উদাহরণ সৃষ্টি করেছেন।'