অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্বে শ্রীলঙ্কা-নামিবিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মারকাটারি ফরম্যাটের বিশ্ব আসরটির। ২১ জানুয়ারি (শুক্রবার) বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে মাহমুদউল্লাহ রিয়াদের দলের সঙ্গী ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রথম পর্ব পেরিয়ে আসা দুটি দল যোগ দেবে এই গ্রুপে। আইসিসির বেধে দেওয়া সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এবার প্রথম পর্বে খেলতে হচ্ছে না বাংলাদেশকে।
এক নম্বর গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এ ছাড়া প্রথম পর্ব পেরিয়ে আসা আরও দুটি দল খেলবে এই গ্রুপে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জিলং ও হোবার্টে। প্রথম পর্বে দুই গ্রুপে লড়াই করবে শ্রীলঙ্কা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং বাছাই পর্ব পেরিয়ে আসা চার দল।
আগামী ২২ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ পর্ব।
সুপার টুয়েলভে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে চারটি ভেন্যুতে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন ম্যাচ শুরু হবে ২৪ অক্টোবর। প্রথম ম্যাচে হোবার্টে প্রতিপক্ষ হিসেবে থাকবে 'এ' গ্রুপের রানার্স আপ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
২৭ অক্টোবর সিডনিতে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর প্রথম পর্বের 'বি' গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সুপার টুয়েলভের শেষ দুটি ম্যাচ খেলবে অ্যাডিলেডে। ২ নভেম্বর ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
৯ নভেম্বর প্রথম সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে সিডনিতে, পরদিনই অ্যাডিলেডে দ্বিতীয় সেমি-ফাইনাল। ১৩ নভেম্বর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।