অবিশ্বাস্য বোলিংয়ে আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল
৪-১-৫-৩, বোলিং ফিগারটি দেখার পর অবিশ্বাস্য মনে হতে পারে। প্রশ্ন জাগতে পারে, টি-টোয়েন্টিতে এমন বোলিং হয় নাকি! নাহিদুল ইসলাম এমনই বোলিং করলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিক ভুলিয়ে দিলেন ডানহাতি এই অফ স্পিনার।
অবিশ্বাস্য এই বোলিংয়ে বিপিএলে দারুণ এক রেকর্ডে নিজের নাম তুলেছেন নাহিদুল। সবচেয়ে ভালো ইকোনমিতে অথবা সবচেয়ে কিপ্টে বোলিংয়ে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির নামের পাশে বসেছে তার নাম।
৪ ওভারে ২৪ বলের মধ্যে এক মেডেনসহ ১৯টি ডট বল করেছেন নাহিদুল। তার আগে বিপিএলে ৪ ওভারের কোটা পূরণ করা বোলারদের মধ্যে এমন কিপ্টে বোলিং আছে কেবল আফ্রিদির। সেরা ইকোনমিতে যৌথভাবে তিন নম্বরে আছেন আফ্রিদি ও নাহিদুল।
২০১৫ সালে সিলেট সুপার স্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে আফ্রিদির খরচাও ছিল ৫ রান। কিন্তু উইকেটে নাহিদুলের চেয়ে পিছিয়ে তিনি, পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার নেন ২টি উইকেট।
ফরচুন বরিশালের ওপেনার সৈকত আলীকে ফিরিয়ে স্পিন ভেল্কি দেখানো শুরু করেন নাহিদুল। এরপর তার শিকার বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। দারুণ এক ডেলিভারিতে ক্রিস গেইলকে পরাস্থ করে তৃতীয় উইকেট তুলে নেন ডানহাতি এই স্পিনার। তার দারুণ বোলিংয়ের দিনে বরিশালকে ৬৩ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলে ৪ ওভারের কোটা পূরণ করা সেরা ইকোনমির বোলার
নাহিদুল ইসলাম: ৪ ওভারে ৫ রান, ৩ উইকেট
শহীদ আফ্রিদি: ৪ ওভারে ৫ রান, ২ উইকেট
জ্যাকব ওরাম: ৪ ওভারে ৭ রান, ২ উইকেট
রশিদ খান: ৪ ওভার ৭ রান, ১ উইকেট