কোভিডে দৈনিক মৃত্যু ৩৮: ৫ মাসে সর্বোচ্চ
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জন।
এসময় ৪৪ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ০৭ শতাংশে। গতকাল তা ছিল ২৩ দশমিক ৫০ শতাংশ।
রোববার ২৯ জনের মৃত্যু ৮ হাজার ৩৪৫ জন রোগীকে শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ পরিসংখ্যান যোগ হয়ে দেশে কোভিড-১৯ জনিত কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭, আর মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।
আজ যাদের মৃত্যুর কথা জানানো হয়- তাদের মধ্যে ১৬ জন ছিলেন ঢাকা বিভাগের। এরপর রাজশাহী ও খুলনায় পাঁচজন করে, চট্টগ্রামে ছয়জন, সিলেটে তিনজন, ময়মনসিংহে দুইজন এবং রংপুরে একজন।
গেল ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০৭ রোগীকে কোভিডমুক্ত ঘোষণা করা হয়, সুস্থতার হার ৮৬.১৬ শতাংশ।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই মাসের ১৮ তারিখেই প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।