এক মিনিটে পড়ুন: গ্রহের নাম দেওয়া হয় কীভাবে?
আমাদের সৌরজগতের গ্রহের নামগুলো এসেছে মিথোলজি থেকে। ব্যতিক্রম শুধু পৃথিবী। আর্থ (Earth) শব্দটির আগমন ঘটেছে মধ্যযুগীয় ইংরেজি থেকে।
যেহেতু পৃথিবী থেকে সৌরজগতের পাঁচটি গ্রহকে খালি চোখেই দেখা যায় বিভিন্ন সময়, তাই শত শত বছর ধরে তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়ে এসেছে। অবশেষে এক পর্যায়ে সেগুলো একটি সর্বজনস্বীকৃত, অর্থাৎ স্ট্যান্ডার্ড নাম পেয়েছে।
মিথোলজি থেকে নামপ্রাপ্ত গ্রহগুলোর মধ্যেও একটি আবার আলাদা। সেটি হলো ইউরেনাস। আগে নক্ষত্র বলে ভাবা হতো এ গ্রহকে। ইউরেনাসের নামটি এসেছে গ্রিক মিথোলজি থেকে। বাদবাকি গ্রহগুলোর নামের উৎস রোমান মিথোলজি।
তবে, গ্রহের নামকরণ নিয়ে রয়েছে আরও চমকপ্রদ কিছু তথু। যেমন: নেপচুনের আবিষ্কারকরা তুমুল রেষারেষিতে জড়িয়ে পড়েন এর নাম কী হবে তা নিয়ে। এদিকে যুক্তরাজ্যে প্লুটোর নামের সাজেশন এসেছিল এক ১১ বছর বয়সী বালকের কাছ থেকে।
১৯১৯ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়ন (আইএইউ) প্রতিষ্ঠিত হয়। এটিই এখন দায়িত্বে রয়েছে সকল মহাজাগতিক বস্তুর নামকরণের।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস