বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে মার্শ-ওয়ার্নকে স্মরণ
কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার দুই সাবেক ক্রিকেটার রডনি মার্শ ও শেন ওয়ার্ন। একই দিনে দুই কিংবদন্তিকে হারিয়ে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। ৭৪ বছর বয়সী মার্শের মৃত্যুতে শোকাহত সাবেক-বর্তমান ক্রিকেটাররা। কিন্তু সর্বকালের সেরা লেগ স্পিনার ওয়ার্নের চলে যাওয়ার খবরে হতবাক ক্রিকেট দুনিয়া। মাত্র ৫২ বছর বয়সে স্পিন জাদুকরের চলে যাওয়া মানতে পারছেন না কেউই।
দুই অজি কিংবদন্তির মৃত্যুতে শোকাহত বাংলাদেশের ক্রিকেট। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানসহ প্রায় সব ক্রিকেটারই শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবারই দুই ক্রিকেটারের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানায়।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মার্শ-ওয়ার্নকে স্মরণ করা হয়েছে। ম্যাচ শুরুর আগে পালন করা হয় এক মিনিট নীরবতা। এ সময় দুই দলের ক্রিকেটার ও আম্পায়ার মাঠের মধ্যে দাঁড়িয়ে মার্শ-ওয়ার্নকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। কেবল খেলোয়াড়রাই নন, দুই দলের কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তা, গ্রাউন্ডসম্যান ও গ্যালারিতে উপস্থিত দর্শকরাও দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর হাসপাতালে নেওয়া হয় মার্শকে, রাখা হয় লাইফ সাপোর্টে। কিন্তু অবস্থার উন্নতি হয়নি, গভীর কোমায় চলে যান তিনি। শুক্রবার পাড়ি জমান না ফেরার দেশে। এর ১২ ঘণ্টার ব্যবধানে ওয়ার্নের মৃত্যুর খবর আসে। থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়ার এই স্পিন জাদুকর।
অস্ট্রেলিয়ার জার্সিতে ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন কিংবদন্তি এই লেগ স্পিনার, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৪ ওয়ানডেতে তার নামের পাশে আছে ২৯৩ উইকেট। রড মার্শ অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ টেস্টে ৩টি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৬৩৩ রান করেছেন। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৯২ ওয়ানডেতে করেছেন ১ হাজার ২২৫ রান।