সানি লিওনি বাংলাদেশে ঢুকতে পারবেন না, অনুমতি বাতিল
অনিবার্য কারণ দেখিয়ে বলিউড তারকা করেনজিত কর ওরফে সানি লিওনির বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে শামিম আহমেদ পরিচালিত 'সোলজার' চলচ্চিত্রের শুটিং এর জন্য ভারতীয় অভিনেতা, প্রযুক্তিবিদ ও ভারতীয়-আমেরিকান অভিনেত্রী সানি লিওনিসহ ১১ জনের বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল সরকার।
তাদের মধ্যে এখন সানি লিওনির ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।
ছবিটির শুটিং কিছু শর্তসাপেক্ষে ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল।