ইতালিতে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত
ইতালিতে এক বাংলাদেশি নাগরিক করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
বুধবার করোনা ভাইরাস নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আক্রান্ত ব্যক্তি ইতালির মিলান শহরে বসবাস করেন।
অধ্যাপক ফ্লোরা বলেন, ওই ব্যক্তি মৃদু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা এখন ভালো আছে। তিনি নিজ বাসায় 'হোম কোয়ারেন্টাইনে' আছেন।
আক্রান্ত দেশে যাওয়া-আসা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদেরা যেন দেশে না আসেন।
এর আগে পাঁচ বাংলাদেশি সিঙ্গাপুরে এবং একজন সংযুক্ত আরব আমিরাতে জীবনঘাতী এ ভাইরাসের শিকার হন।
চীন থেকে ছড়িয়ে পড়া এ নতুন ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৯৩ হাজার ৫২৪ জন আক্রান্ত এবং ৩ হাজার ২০৪ জন মারা গেছেন।