টোকিওতে প্রথমবারের মতো বিদ্যুৎ সংকট সতর্কতা, অন্ধকারে জাপান
শক্তিশালী ভূমিকম্পে গত সপ্তাহে বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হওয়ায় বিদ্যুৎ সংকটে জাপান। দেশটির সরকার প্রথমবারের মতো এক সতর্কবার্তায় টোকিও ও টোহোকুর বাড়িঘর ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ অপচয় রোধ করে গ্রাহকদের বিদ্যুৎ সংরক্ষণের আহ্বান জানায়। সতর্কতার মাঝেই মঙ্গলবার জাপানের বেশ কিছু অঞ্চল ডুবল অন্ধকারে।
অসময়েও পূর্ব জাপানের আবহাওয়া শীতল। এ অবস্থায় বিদ্যুৎ সংকট কমাতে, টোকিও ইলেকট্রিক পাওয়ার কোং (টেপকো) জানায়, তারা সাতটি আঞ্চলিক ইউটিলিটি থেকে ১.৪২ মিলিয়ন কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাবে৷
গত সপ্তাহে উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরেই টোকিওসহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হওয়ায় ২২ লাখের বেশি বা়ড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে।
- সূত্র: রয়টার্স