ডারবানে মুমিনুল-তাসকিনদের ‘আমার সোনার বাংলা’
ওয়ানডে সিরিজ শেষ, যে সিরিজে লেখা হয়েছে বাংলাদেশের জয়গান। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় নিশান উড়িয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে তামিম ইকবালের দল। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর সফরকারীদের লক্ষ্য এবার টেস্ট সিরিজেও ভালো করা। ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি, শনিবারও অনুশীলন করেছে মুমিনুল হকের দল।
এদিনের অনুশীলনের শুরুটা অন্য যেকোনো দিনের চেয়ে আলাদা। দেশের পতাকা নিয়ে ডারবানের চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাব মাঠে যায় বাংলাদেশ দল। অনুশীলন শুরু আগে স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবুজে ঘেরা মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান বাংলাদেশের ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৩১ মার্চ (বৃহস্পতিবার) ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে মুমিনুলবাহিনী। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাব মাঠে যায় বাংলাদেশ। জাতীয় পতাকা নিয়ে মাঠে নামেন তামিম-মুশফিকরা। জাতীয় সংগীত গেয়ে শুরু করেন অনুশীলন।
অনুশীলন শুরুর আগে চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাব মাঠের ভবনে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়। সারা দিনই সেখানে ওড়ে বাংলাদেশের পতাকা। অনুশীলনের অংশ হিসেবে ম্যাচ পরিস্থিতি তৈরি করে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। ডারবান শহর থেকে ২০-২৫ কিলোমিটার দূরের এই ক্লাবের মাঠে বোববার ও সোমবারও অনুশীলন করবে বাংলাদেশ।
জাতীয় সঙ্গীত গাওয়ার পর দেশের সমর্থকদের প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, 'সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা সকালে এসে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুশীলন শুরু করেছি। খুব ভালো লাগছে।' প্রথম টেস্ট খেলে পোর্ট এলিজাবেথে যাবে বাংলাদেশ, এখানেই ৭-১১ এপ্রিল দ্বিতীয় টেস্টে লড়বে দুই দল।