দেশে ফিরে আসছেন শরিফুল-তাসকিন, নেওয়া হবে না নতুন কাউকে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বিপাকেই পড়ে যেতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। চোটের কারণে প্রথম টেস্ট খেলছেন না শরিফুল ইসলাম। দ্বিতীয় টেস্টেও তার খেলা হচ্ছে না। আগামী ৫ এপ্রিল দেশে ফিরে আসছেন তিনি। ডান কাঁধের চোটে দেশে ফিরে আসছেন আরেক পেসার তাসকিন আহমেদও। শরিফুল-তাসকিন একসঙ্গেই দেশে ফিরবেন।
দক্ষিণ আফ্রিকা থেকে বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে কারও ইনজুরিই গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। এই দুই পেসারের জায়গায় দেশ থেকে কাউকে নেওয়া হবে না বলেও জানান জালাল ইউনুস।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, 'দুজনকে আমরা বিশ্রাম দিচ্ছি। কারোর ইনজুরিই সিরিয়াস কিছু নয়। শরিফুলের গোড়ালিতে সামান্য সমস্যা। তাসকিনের ডান কাঁধে কিছুটা ব্যাথা আছে। তাই আমরা ওদের পাঠিয়ে দিচ্ছি। দেশে গিয়ে কিছুদিন বিশ্রামে থাকলেই সুস্থ হয়ে যাবে।'
শরিফুল-তাসকিনের জায়গায় দেশ থেকে কাউকে নেওয়া হবে না বলে জানিয়ে জালাল ইউনুস আরও বলেন, 'আমাদের স্কোয়াডে যথেষ্ট বোলার আছে। স্পিনার আছে, পেসার আছে। দেশ থেকে নতুন করে আনার প্রয়োজন নেই। ওরাই যথেষ্ট।'
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও একই তথ্য দিয়েছেন। তিনি বলেন, 'তাসকিন প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবে। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবে সে। শরিফুলও তার সঙ্গে ফিরবে। তাদের ফেরায় কোনো বড় সমস্যা হবে না। ওখানে রাহি এবং শহিদুল রয়েছে। তারা খেলার জন্য বিবেচিত হবে।' পোর্ট এলিজাবেথে আগামী ৭ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে।
ছোটখাটো চোট ও অনুশীলনের পর ক্লান্ত অনুভব করায় প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয় শরিফুলকে। দ্বিতীয় টেস্টে তার ফেরার কথা ছিল। কিন্তু আর হলো না। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের পর থেকেই কাঁধে ব্যথা তাসকিনের। ওই ইনিংসে ২৩ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার বোলিং করার কথা ছিল না। কিন্তু ঝুঁকি নিয়ে বোলিং করেন ডানহাতি এই পেসার। ১১ ওভারে ২৪ রান খরচায় ২টি উইকেট নেন তিনি।