পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া, বন্ধ হতে পারে বুলগেরিয়াতেও
'অবান্ধব' দেশগুলোকে রুবলের বিনিময়ে গ্যাস কিনতে হবে, এমন বক্তব্যের পর এবার রাশিয়া পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।
রাশিয়ান জ্বালানি সংস্থা গ্যাজপ্রম বুধবার জানায়, তারা পোল্যান্ড এবং বুলগেরিয়াতে সরবরাহ বন্ধ করবে।
গ্যাস ট্রান্সমিশন অপারেটরদের ইউরোপীয় ইউনিয়ন নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, পোল্যান্ডের সরবরাহ ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। তবে, বুলগেরিয়ার সরবরাহ বন্ধ হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
পোল্যান্ড জানিয়েছে তারা অন্যান্য উৎস থেকে গ্যাস সরবরাহ পরিচালনা করবে।
বুলগেরিয়ান জ্বালানি মন্ত্রক জানায়, বুধবার থেকে গ্যাস সরবরাহ স্থগিত করার কথা তাদেরকে জানানো হয়েছে।
দুই দেশই রুবলের বিনিময়ে গ্যাস কিনতে অস্বীকৃতি জানিয়েছে।
পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি পিজিএনআইজি তাদের বেশিরভাগ গ্যাস আমদানির জন্য গ্যাজপ্রমের উপর নির্ভর করে। চলতি বছরের প্রথম তিন মাসে রাশিয়ান কোম্পানি থেকে মোট আমদানির ৫৩ শতাংশ গ্যাস নিয়েছে তারা।
গ্যাস সরবরাহ বন্ধ করাকে চুক্তির লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছে তারা।
অন্যদিকে, বুলগেরিয়া তার গ্যাস সরবরাহের ৯০ শতাংশেরও বেশি গ্যাসের জন্য গ্যাজপ্রমের উপর নির্ভরশীল। এই দেশটিও গ্যাসের বিকল্প উৎস দেখার কথা জানিয়েছে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, বুলগেরিয়া গ্যাজপ্রমের সাথে বর্তমান চুক্তির অধীনে তাদের সব নীতি পূরণ করেছে এবং সমস্ত প্রয়োজনীয় অর্থ প্রদান করেছে।
তারা আরও বলে, রাশিয়ার প্রস্তাবিত নতুন পেমেন্ট সিস্টেম বিদ্যমান চুক্তির লঙ্ঘন করেছে।
পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি জানিয়েছে, তাদের ভূগর্ভস্থ গ্যাস স্টোরেজ প্রায় ৮০ শতাংশ পূর্ণ এবং গ্রীষ্ম ঘনিয়ে আসার সাথে সাথে চাহিদাও কম ছিল।
তবে, পোল্যান্ডের বিকল্প সরবরাহের উৎসও রয়েছে, এর মধ্যে একটি হলো সুইনোজসিতে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল।
এছাড়া, ১ মে থেকে লিথুয়ানিয়ার সাথে একটি নতুন গ্যাস পাইপলাইন সংযোগ খোলার কথা থাকায় দেশটির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস অ্যাক্সেস পাবে পোল্যান্ড।
এদিকে, আগামী অক্টোবরে নরওয়ে থেকে গ্যাস সরবরাহকারী 'বাল্টিক পাইপ' নামে একটি নতুন পাইপলাইন চালু হবে। এটি বছরের শেষ নাগাদ সম্পূর্ণ কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান ডেলিভারি প্রতিস্থাপন করা যাবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইউরোপীয় ইউনিয়নের প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় ৪০ শতাংশ রাশিয়া থেকে আসে।
- সূত্র- বিবিসি