২,৩২৮ লিটার সয়াবিন তেল মজুদ করায় চট্টগ্রামের ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল মজুদ করার জন্য এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
বাজারে চলমান ভোজ্যতেল সংকটের মধ্যে তেল মজুদ করায় তাকে জরিমানা করা হয়।
পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে তাকে।