কার্ব মার্কেটে ডলারের দাম ৯৭ টাকা
আজ রোববার সকাল থেকে কার্ব মার্কেটে ৯৬ থেকে ৯৬.৫০ টাকায় ডলার কেনা হচ্ছে। অন্যদিকে, বিক্রি হচ্ছে ৯৬.৬০ থেকে ৯৭ টাকায়। গত বৃহস্পতিবারও প্রায় একই দামে ডলার কেনাবেচা হয়েছে খোলাবাজারে।
রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকার কার্ব মার্কেটের বেশ কয়েকজন মানি চেঞ্জার কর্মকর্তার সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা জানিয়েছেন, বাজারে কিছুদিন আগে যে অস্থিরতা গেছে, সেটি কাটতে কিছুটা সময় লাগতে পারে।
মতিঝিলের সুগন্ধা মানি এক্সচেঞ্জের কর্মকর্তা আলী আকবর বলেন, "বাজারে কেনার মতো ডলার কম পাওয়া যাচ্ছে। কিছু ডলার বিক্রি করতে পেরেছি, তবে কেনাবেচা কম হচ্ছে।"