লিটনের দারুণ ইনিংসের পরও বাংলাদেশের আক্ষেপ

লিটনের চোখ ধাঁধানো শটে খেলা ঝলমলে ইনিংসের সঙ্গে নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিং, বাংলাদেশ পেল লড়ার পুঁজি। যদিও শেষ দিকে ইংল্যান্ডের দারুণ বোলিংয়ে একেবারেই কম রান হওয়ায় আছে আক্ষেপও।