দুই উইকেট হারালেও সেশন শ্রীলঙ্কারই

লঙ্কানদের ভুলে এসেছে দুই উইকেট। অন্যভাবে বলা যায়, বাংলাদেশের পাওয়া দুটি উইকেটই প্রতিপক্ষের উপহার। দুই উইকেট হারালেও দ্বিতীয় সেশনটা লঙ্কানদেরই। ৩১ ওভারের সেশনে ১২৬ রান তুলেছে সফরকারীরা।