বাইডেনকে এবার সরে যেতে বললেন হলিউড তারকা ও অন্যতম অর্থদাতা জর্জ ক্লুনি
দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ক্লুনি লিখেছেন, “বাইডেন হচ্ছেন সে মানুষটি যাকে আমরা নির্বাচনী বিতর্কে দেখেছি। এটি বয়সের ব্যাপার, আর কিছুই নয়। আমরা এ প্রেসিডেন্টকে নিয়ে নভেম্বরের নির্বাচনে জিততে পারব না।”