তামিমের সঙ্গী হওয়ার পরীক্ষায় ব্যর্থ সাইফ-সাদমান
প্রথম দিনের শেষভাগে বেশ কয়েক ওভার ব্যাটিং করে বিসিবি একাদশ। দারুণ ব্যাটিংয়ে দিন পার করেন সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিক। ২৪ রান তুলে দিন শেষ করা বিসিবি একাদশের দ্বিতীয় দিনের শুরুটা হলো এলোমেলোভাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়েছে বিসিবি একাদশ।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৩৪ ওভারে বিসিবি একাদশের সংগ্রহ ৪ উইকেটে ১১৫ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান ৭ ও শাদাহাত হোসেন দিপু ৮ রানে ব্যাটিং করছেন। আগের দিন লেগ স্পিনার রিশাদ হোসেন ও খালেদ আহমেদের বোলিং তোপে ২৫৭ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।
প্রস্তুতি ম্যাচ হলেও সাইফ হাসান ও সাদমান ইসলাম অনিক পরীক্ষা দিতেই নেমেছিলেন। তামিম ইকবালের সঙ্গী বাছাইয়ে এই ম্যাচের পারফরম্যান্সে চোখ আছে নির্বাচকদের। এই পরীক্ষায় দুই ব্যাটসম্যানই ব্যর্থ। আগের দিন ১৫ রান করা সাইফ দ্বিতীয় দিনের চতুর্থ বলেই আউট হন। এদিন কোনো রান করতে পারেননি তিনি। উইন্ডিজ পেসার কেমার রোচের ভেতরের দিকে ঢোকা একটি ডেলিভারিতে এলবিডব্লিউ হন সাইফ।
সাদমানও বড় ইনিংস খেলতে পারেননি। ধীর-স্থিরভাবে খেলতে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান বাজে শট খেলে আউট হন। ২২ রান করেন তিনি। এরপর ইয়াসির আল রাব্বি দ্রুতই ফেরেন। বিসিবি একাদশের হয়ে রান করেছেন নাঈম শেখ। বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৮ বলে ৪৫ রান করেন।
ওয়ানডে স্টাইলে খেলতে থাকা নাঈম শিকার হন রাকিম কর্নওয়ালের। ক্যারিবীয় এই স্পিনারের বিপক্ষে ব্যাটিং করতে ভালোই বেগ পেতে হয়েছে তাকে। কর্নওয়ালের লাইন-লেংন্থ এলোমেলো করতে দুটি চারও মারেন নাঈম। কিন্তু ক্যারিবীয় স্পিনারের স্টাম্প বরাবর একটি ডেলিভারি কাট করতে গিয়ে বোল্ড হন নাঈম।
৮২ বল খেলা সাদমান আলজারি জোসেফকে ভালোভাবে সামলাতে পারেননি। ক্যারিবীয় পেসারের একটি শর্ট ডেলিভারি পুল করতে যান তিনি। তার শটটি না ছিল তুলে মারা, না ছিল মাটি কামড়ানো। মনে হয়েছে ক্রেইগ ব্রাথওয়েটের হাতে ক্যাচ তুলে দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৭
বিসিবি একাদশ: ৩৪ ওভারে ১১৫/৪ (আগের দিন ২৪/০) (সাইফ ১৫, সাদমান ২২, নাঈম ৪৫, ইয়াসির ১, শাহাদাত ৮*, সোহান ৭*; রোচ ১/১৩, গ্যাব্রিয়েল ০/৩০, কর্নওয়াল ২/২৭, জোসেফ ১/৩১)।