প্রেমিক চেয়ে ৮৫ বছরের বৃদ্ধার বিজ্ঞাপন
বয়স তার ৮৫। নাম হ্যাটি রির্ট্রোজ। থাকেন নিউইয়র্ক সিটিতে। নিঃসঙ্গতা কাটাতে সম্প্রতি প্রেমিক চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করেছেন তিনি।
তবে শর্ত দিয়েছেন, আগ্রহী পুরুষের বয়স হতে হবে ৩৫ বছরের নিচে! তার মানে, জীবনসঙ্গী হিসেবে নিজের চেয়ে ৫০ বছরের ছোট কাউকে খুঁজছেন তিনি।
গণমাধ্যমে হ্যাটি জানিয়েছেন, ৪৮ বছর বয়সে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তার। এরপর দুই সন্তানকে নিয়ে জীবন কাটিয়েছেন। সেই সন্তানরাও এখন প্রায় বুড়িয়ে গেছেন। যে যার সংসার-সন্তান নিয়ে ব্যস্ত।
জীবনের এ পর্যায়ে এসে নিঃসঙ্গতা তাকে ভয়ানকভাবে পেয়ে বসেছে। তাই সম্প্রতি এক টিভি শো-তে গিয়ে খোলাখুলি প্রকাশ করেছিলেন নিজের চাওয়া।
হ্যাটি আরও জানিয়েছেন, কিছুদিন আগেও তার ৩৯ বছর বয়সী এক প্রেমিক ছিল। সেই সম্পর্ক বেশিদিন না টেকায় অনেকটা হতাশা থেকেই বিজ্ঞাপন দিয়েছেন তিনি।
এদিকে জানা গেছে, সব ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করেন হ্যাটি। তার পছন্দের অ্যাপ বাম্বল। টিন্ডারেও রয়েছে অ্যাকাউন্ট।
-
সূত্র: আজকাল/দ্য সান, ইউকে