স্বয়ংক্রিয় টেসলা গাড়িতেই সন্তান প্রসব করলেন মা!
ইলেক্ট্রিক স্মার্ট কার টেসলা গাড়িতে সন্তান জন্ম দিয়ে হইচই ফেলে দিয়েছেন ফিলাডেলফিয়ার এক নারী। তার সন্তানকে এই মুহূর্তে বিশ্বের প্রথম 'টেসলা শিশু' হিসেবে মনে করা হচ্ছে।
গাড়িতে সন্তান জন্মদানের ঘটনা এবারই প্রথম নয়, কিন্তু ফিলাডেলফিয়ার এই নারীর সন্তান জন্ম দেওয়ার সময় গাড়িটি ছিল অটোপাইলটে। অর্থাৎ ওই মুহূর্তে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবেই হাসপাতালের পথে চলছিল।
অভুতপূর্ব এ ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বরে। ফিলাডেলফিয়ার বাসিন্দা আইরান শেরি (৩৩) ও তার স্বামী কিটিং শেরি (৩৪) তাদের তিন বছর বয়সী ছেলে রাফাকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যেই আইরানের প্রসব বেদনা ওঠে এবং একই সময়ে ট্রাফিক জ্যামে আটকে যান এই দম্পতি। তারা বুঝতে পারেন যে তীব্র যানজট পেরিয়ে তারা সময়মত হাসপাতালে যেতে পারবেন না।
তাই কিটিং শেরি গাড়িটিকে অটোপাইলটে দিয়ে দেন এবং নেভিগেশন চালু করে দেন। অর্থাৎ গাড়ি নিজেই সঠিক পথে চলতে থাকে। গাড়ির স্টিয়ারিং এ আলতোভাবে এক হাত রেখে বাকিটা সময় তিনি তার স্ত্রীকে সাহায্য করেন।
হাসপাতালে পৌঁছানোর পর দলে দলে নার্সরা 'টেসলা শিশু'কে দেখতে আসেন। তবে কিটিং-আইরান দম্পতি তাদের শিশুর নাম রেখেছেন 'মাভ লিলি'। যেহেতু গাড়িতেই শিশুটির জন্ম, তাই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি সম্মান রেখে এই নামকরণ করেছেন তারা। এ ধরনের গাড়ি নির্মাণের জন্য টেসলাকে ধন্যবাদও জানিয়েছেন কিটিং শেরি।
এদিকে টেসলা বেবির জন্ম টেসলা কোম্পানির জন্য ইতিবাচক ভাবমূর্তি ্তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। কর্মস্থলের নিরাপত্তা প্রসঙ্গে সাম্প্রতিক বাজে রেকর্ড ছিল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রতিষ্ঠানটির। তবে এ বিষয়ে টেসলার মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান