টুইটার কি মৃতপ্রায়? প্রশ্ন ইলন মাস্কের
টুইটারের সবচেয়ে বেশি ফলোয়ারের আইডিগুলোর তালিকা টুইট করেছে ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিকস।
টেসলা আর স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক শনিবার ওই টুইট শেয়ার করে প্রশ্ন করেছেন, টুইটার কি মৃতপ্রায়? সবচেয়ে বেশি ফলোয়ারের আইডিগুলোই কম সক্রিয় উল্লেখ করে এই প্রশ্ন ছুড়ে দেন তিনি।
নিজের করা টুইটের নিচেও আবার কিছু মন্তব্যও জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন, গত তিন মাসে টেইলর সুইফট কোনো পোস্ট করেননি। আবার, আরেক মন্তব্যে লিখেছেন, এ পুরো বছর জুড়ে জাস্টিন বিবার মাত্র একটি পোস্ট করেছেন।
বারাক ওবামা, জাস্টিন বিবার, কেটি পেরি, রিহানা, ক্রিশ্চিয়ানো রোনালদো, টেইলর সুইফট, লেডি গাগা, ইলন মাস্ক, নরেন্দ্র মোদি ও দ্যএলেনশো'র অ্যাকাউন্ট টুইটারের সবচেয়ে বেশি ফলোয়ারের তালিকায় আছে।
ইলন মাস্কের শেয়ার করা টুইটে আবার এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, "আপনি আসলে কী চান? টুইটারের ৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন, এখন এসব পোস্ট করে যাচ্ছেন। কেন? যাতে স্টকে ধস নামলে পুরো কোম্পানি কিনে নিতে পারেন?"
এ মাসের শুরুতেই টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কেনেন ইলন মাস্ক। এ খবর আসার পরই টুইটারের শেয়ার দর ২৫ শতাংশ বেড়ে যায়।
টুইটারের শেয়ার কেনার আগে থেকেই প্লাটফর্মটির অন্যতম সক্রিয় ব্যবহারকারী তিনি। টুইটারের সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরোসি চলতি বছরের শেষদিকে বোর্ড থেকে সরে দাঁড়াবেন। মাস্ক আর জ্যাক ছাড়া টুইটারের বোর্ডের বাকি ১০ সদস্যের কেউ-ই প্লাটফর্মটিতে তেমন সক্রিয় না। একজন তো কখনোই টুইট করেননি।
গত শুক্রবার-ই টুইটার টুইট করে জানিয়েছিল, তাদের কোম্পানির ওপর বোর্ডের ব্যতিক্রমী সদস্য ইলন মাস্কের প্রভাব নিয়ে যারা চিন্তিত তাদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে কোম্পানিটি।
মাস্কও জানিয়েছিলেন তিনি কোম্পানিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে মুখিয়ে আছেন।