আইসিবির এমডি হলেন কর্মসংস্থান ব্যাংকের আবুল হোসেন
সরকারি মালিকানাধীন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ও রাষ্ট্রায়ত্ব ব্যাংক কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে রদবদল হয়েছে।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন কর্মসংস্থান ব্যাংকের এমডি মো. আবুল হোসেন।
আর মো. আবুল হোসেনের সাবেক কর্মস্থলে এমডি হিসেবে বদলি করা হয়েছে আইসিবির বর্তমান এমডি কাজী সানাউল হককে।
গত ২০ আগস্ট অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাণিজ্যিক ব্যাংক শাখার উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়েছে।
কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকটির বর্তমান এমডি মো. আবুল হোসেনের বিষয়ে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ২০১৭ সালের ১২ জুন ব্যাংকটিতে এমডি পদে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ওই তথ্য অনুযায়ী, কর্মসংস্থান ব্যাংকে আবুল হোসেনের যোগদানের সময় অর্থাৎ ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির কর পরিশোধের পর নিট মুনাফা ছিল ১০ লাখ ৩১ হাজার টাকা। সেখান থেকে ৩০ জুন ২০১৮ হিসাব বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ২ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ তার সময়ে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২ হাজার ৭৩২ শতাংশ।
কর্মজীবনের শুরুতে মোঃ আবুল হোসেন আইসিবিতে কম্পিউটার বিভাগ, সিস্টেম এনালাইসিস বিভাগ, কম্পিউটার ডিভিশন, আইসিটি এন্ড ডিপোজিটরী মহাবিভাগ, ই.ই.এফ মহাবিভাগ, এ্যাডমিন মহাবিভাগ এবং ব্রাঞ্চ এন্ড সাবসিডিয়ারী মহাবিভাগে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী লি, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানী লিঃ ও আজিজ পাইপস লিঃ এ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, দি ফারমার্স ব্যাংক লিঃ, নিটল ইন্সুরেন্স কোম্পানি লিঃ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ, আরামিট লিঃ, কে এন্ড কিউ (বাংলাদেশ )লিঃ, বিজনেস অটোমেশন লিঃ, মোশাররফগঞ্জ মাল্টি পারপাস এগ্রো ফার্মস লিঃ, ডিএনএস স্যাটকম লিঃ, আপলোড ইওরসেলফ সিস্টেম লিঃ, কম্পিউটার গ্রাফিক্স এন্ড ডিজাইন লিঃ,এ্যাবকো ওভারসীজ কর্পোরেশন লিঃ-এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আইসিবি থেকে কর্মসংস্থান ব্যাংকে বদলি নিয়োগ পাওয়া কাজী সানাউল হক আইসিবিতে এমডি পদে ২০১৭ সালের ১০ আগস্ট যোগদান করেন। ৩০ জুন ২০১৮ শেষে কোম্পানিটি ৪১ কোটি ৬৩ লাখ টাকা নিট মুনাফা এবং শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। ২০১৮-১৯ হিসাব বছরের তিন প্রান্তিক (জুলাই-মার্চ) শেষে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৬৯ কোটি ৩৩ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৯৯ পয়সা।