২০২৩-২৪ অর্থবছরে কমেছে শিল্প, সেবা ও কৃষি খাতে প্রবৃদ্ধি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/dgf_1.jpg)
২০২৩-২৪ অর্থবছরে চূড়ান্ত হিসাবে কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি কমেছে। সবচেয়ে বেশি কমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি।
আজ সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩.৫১ শতাংশ, যা আগের অর্থবছরের তুলনায় ৪.৮৬ শতাংশীয় পয়েন্ট কম।
২০২২-২৩ অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৮.৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে ছিল ৯.৮৬ শতাংশ।
গত মে মাসে বিবিএস সাময়িকভাবে ২০২৩-২৪ অর্থবছরের যে প্রাক্কলন প্রকাশ করেছিল, তাতে শিল্প খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৬.৬৬ শতাংশ।
এদিকে কৃষি ও সেবা খাতেও প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় কমেছে। চূড়ান্ত হিসাবে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩.৩০ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩.৩৭ শতাংশ।
সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫.০৯ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫.৩৭ শতাংশ।
এর আগে গতকাল রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিবিএসের চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি বেড়েছে ৪.২২ শতাংশ, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
এছাড়াও এটি বিবিএসের সাময়িক প্রাক্কলনের চেয়ে ১.৬ শতাংশীয় পয়েন্ট কম। গত বছরের মে মাসে বিবিএস যে সাময়িক প্রাক্কলন প্রকাশ করেছিল, তাতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৫.৮২ শতাংশ।
জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ ডলার, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল।