অপহৃত ইয়েমেনি মডেল ইন্তেজার হাম্মাদির ‘বিচার’ করবে বিদ্রোহী হুথি
মধ্যপ্রাচ্যের সুন্নিপ্রধান দেশ ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী বিদ্রোহী গোষ্ঠী হুথি নিজ দেশের তরুণী মডেল ও অভিনেত্রী ইন্তেজার আল-হাম্মাদির বিরুদ্ধে একটি অপরাধ সংশ্লিষ্ট তদন্ত শুরু করার পরিকল্পনা করছে বলে বুধবার জানিয়েছেন ওই মডেলের আইনজীবী খালেদ মোহাম্মদ আল-কামাল। গত ২০ ফেব্রুয়ারি ইয়েমেনের সানা অঞ্চলের একটি রাস্তা থেকে ইন্তেজারকে তুলে নিয়ে যায় বিদ্রোহীরা।
ইন্তেজার ও তার দুই বান্ধবীকে অপহরণের ঘটনাটি হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে ভিন্নমতাবলম্বী ও স্বাধীনচেতা নারীদের ওপর সাম্প্রতিকতম আক্রমণগুলোর একটি।
মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম 'আরব নিউজ'কে আল-কামাল জানান, এই বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত ওয়েস্ট সানা আদালতের একজন প্রসিকিউটর আগামী রোববার ইন্তেজারকে জেরা করবেন।
'আমার ক্লায়েন্টকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে', এ কথা টেলিফোনে আল-কামাল জানালেও হুথির অপহরণ সম্পর্কিত ব্যাখ্যার কোনো তথ্য দেননি তিনি।
ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, তিন অভিনেত্রী একটি ড্রামা সিরিজের শুটিংয়ে যাওয়ার সময় সানা অঞ্চলের হাদ্দা স্ট্রিটে তাদের গাড়ির পথরোধ করে বিদ্রোহীরা এবং তাদেরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ইয়েমেনি পিতা ও ইথিওপিয়ান মায়ের সন্তান ইন্তেজার আল-হাম্মাদি নিজ দেশের রক্ষণশীল সমাজে বেড়ে ওঠা সত্ত্বেও মডেল হওয়ার সাহস দেখিয়েছিলেন। ইয়েমেনের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত তার বেশ কিছু ছবি প্রকাশ হওয়ার পর ২০ বছর বয়সী এই তরুণী রাতারাতি সুপরিচিত হয়ে ওঠেন। স্থানীয় একটি টেলিভিশনের টক শোতে আন্তর্জাতিক সুপারমডেল হওয়ার স্বপ্ন প্রকাশ করেছিলেন তিনি।
ইন্তেজারসহ অপহৃত অভিনেত্রীদের বিরুদ্ধে চিরাচরিত ইসলামিক ড্রেস কোড ভাঙার দায়ে অভিযোগ এনেছে হুথি।
এই অপহরণকাণ্ডে হুথির বিরুদ্ধে ইয়েমেনের অভ্যন্তরে ও বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটির সরকার ও মানবাধিকার সংগঠনগুলো নারীদের আল কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনগুলোর মতো নিপীড়ন করার অভিযোগ তুলেছে সংগঠনটির বিরুদ্ধে।
-
সূত্র: আরব নিউজ