অবশেষে ইইউ ছাড়ছে যুক্তরাজ্য
তিন বছরের বেশি সময় ধরে রাজনৈতিক টানাপোড়েন, দু’জন প্রধানমন্ত্রীর পদত্যাগ, দেশজুড়ে বেশ কিছু বিক্ষোভের পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ছে যুক্তরাজ্য।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে ইইউর সঙ্গে সম্পর্কচ্ছেদ (ব্রেক্সিট) করবে ৪৭ বছর ধরে জোটের সদস্য রাষ্ট্রটি।
যুক্তরাজ্যই হবে প্রথম দেশ, যেটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোটটি ছেড়ে যাচ্ছে।
এ বিচ্ছেদের পর চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকাল পার করবে যুক্তরাজ্য।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, শুক্রবারের আনুষ্ঠানিকতাতেই ব্রেক্সিট শেষ হয়ে যাচ্ছে না।
এর মধ্য দিয়ে নয়া, টালমাটালপূর্ণ অধ্যায় শুরুর আশঙ্কা রয়েছে।
পয়লা ফেব্রুয়ারি থেকে মাত্র ১১ মাস সময়ে যুক্তরাজ্যকে এমন একটি চুক্তি নিয়ে দরকষাকষি করতে হবে, যাতে সম্মত হতে হবে ইইউভুক্ত বাকি ২৭টি রাষ্ট্রকে।
এর আগে যুক্তরাজ্যের ইইউ ছাড়া নিয়ে জোটটির সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে চূড়ান্ত বিতর্ক হয়।
বিতর্কে ব্রেক্সিট চুক্তির শর্তে সমর্থন দেওয়ার পর গান ধরেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা (এমইপি)।
২০১৬ সালে অনুষ্ঠিত গণভোটে অংশ নেওয়া ৫২ শতাংশ ব্রেক্সিটের পক্ষে ভোট দেন। এরপর বহু চড়াই-উতরাই শেষে হতে যাওয়া ব্রেক্সিট উদযাপনে সড়কে উৎসবে নেমে আসবে বিভিন্ন পক্ষ।