আইনজীবীদের বরখাস্ত করলেন নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী
নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলা চালিয়ে নামাজ পড়া অবস্থায় ৫১ জন মুসলমানকে হত্যাকারী অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেন্টন হ্যারিসন ট্যারেন্ট নিজ আইনজীবীদের বরখাস্ত করেছেন। আগামী মাসে আদালতে নিজের মামলা নিজেই লড়বেন তিনি।
গত বছর দেশটির ক্রাইস্টচার্চের দুটি মসজিদে টার্গেট করে গুলিবর্ষণে হত্যাযজ্ঞ চালানোয় মার্চে ট্যারেন্টকে ৫১টি হত্যা, ৪০টি হত্যাচেষ্টা এবং একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেন আদালত।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে তার বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়ে, আগামী ২৪ আগস্ট শুরু হবে। তিনদিনেরও বেশি চলার কথা ওই শুনানি। ওই গুলিবর্ষণে প্রাণে বেঁচে যাওয়া কয়েকজনের উপস্থিতিতে সোমবার ক্রাইস্টচার্চের হাইকোর্ট নতুন তারিখ জানান।
গত বছরের এপ্রিল থেকে ট্যারেন্টের পক্ষে কাজ করা আইনজীবী শেন টেইট ও জোনাথান হাডসন সোমবারের শুনানিতে তার পক্ষে লড়া থেকে নিজেদের নাম তুলে নেওয়ার আবেদন করেন। আদালতকে তারা জানান, এখন থেকে আইনি লড়াই নিজের পক্ষে নিজেই লড়তে চান ট্যারান্ট; তাই তিনিই তাদের সরে যেতে বলেছেন।
অকল্যান্ডের কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে এ দিন মামলার কার্যক্রমে অংশও নেন ট্যারান্ট।
নিজ আইনজীবীদের অপসারণ করার ব্যাপারে ট্যারেন্টের অনুরোধ অনুমোদন দিয়েছেন বিচারপতি ক্যামেরন।
তারপরও, ট্যারেন্ট চাইলে আদালতের পক্ষ থেকে তাকে একজন আইনজীবী দেওয়া হবে।
- সূত্র: এপি