আফগানিস্তানে কোনো অন্তর্বর্তী সরকার হবে না: তালেবান
আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর দুজন শীর্ষ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আগ্রহী নয় বরং শান্তিপূর্ণভাবে পুরোপুরি ক্ষমতার হস্তান্তর চাইছে। তালেবান কমান্ডাররা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করার কথাও বলেছেন।
তালেবান কাবুলে প্রবেশ শুরু করা মাত্রই এর আগে দেশত্যাগ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি তাজিকিস্তানে গেছেন বলে আজ রোববার (১৫ আগস্ট) দেশটির শীর্ষ শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহ এক ফেসবুক ভিডিও বার্তায় নিশ্চিত করেন।
মার্কিন বাহিনীর হাতে বিতাড়িত হওয়ার দুই দশক পর রাজধানী কাবুলে বিজয়ীর বেশে প্রবেশ করেছে তালেবান। আশরাফ ঘানি সত্যিই দেশ ছেড়েছেন কিনা- সে খোঁজ নেওয়া হচ্ছেও বলে জানান তালেবানের আরেক কর্মকর্তা।
ঘানি সরকারের অস্থায়ী স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাকাওয়াল অবশ্য বলেছেন, ক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছেই হস্তান্তর করা হবে। কিন্তু, এমন পরিকল্পনায় তালেবান তাদের সাফ আপত্তি জানিয়ে দিল।
বর্তমানে দুই পক্ষের মধ্যে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা চলছে।