করোনায় আক্রান্ত ভারতীয় সাংবাদিক, ছিলেন সংবাদ সম্মেলনেও
করোনায় আক্রান্ত হলেন ভারতের মধ্যপ্রদেশের এক সাংবাদিক। বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনেও ছিলেন তিনি।
গত ২০ মার্চ ভোপালে তত্কালীন মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী কমলনাথের বিদায়ী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। এরপরই ছড়িয়েছে আতঙ্ক ও চাঞ্চল্য।
ওই সাংবাদিকের মেয়ে ১৭ মার্চ লন্ডন থেকে ফেরেন। তার শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। সেখান থেকেই সাংবাদিক সংক্রমিত হয়েছেন। কিন্তু সাংবাদিকের ছেলে, স্ত্রী ও গৃহকর্মী নারীর শরীরে করোনা ধরা পড়েনি। খবর হিন্দুস্তান টাইমসের।
ভোপালে সেই ভিড়ে ঠাসা সংবাদ সম্মেলনে যারা সাংবাদিকের কাছাকাছি ছিলেন, তাদের সবাইকে সেল্ফ কোয়ারেন্টিনে চলে যেতে বলা হয়েছে। কোনো করোনার চিহ্ন দেখতে পেলে, তখনই প্রশাসনকে জানাতে বলা হয়েছে। অনেক শীর্ষ কংগ্রেস নেতা ও ৫০ জনের মতো সাংবাদিক ছিলেন ওই সংবাদ সম্মেলনে।
ভোপাল ডিভিশনের কমিশনার কল্পনা শ্রীবাস্তব জানিয়েছেন যে লন্ডন ফেরত তরুণী আগেই হাসপাতালে ভর্তি ছিল। এখন তার বাবাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা সাংবাদিকের সংস্পর্শে এসেছিলেন তাদের বাড়িতে আলাদা থাকতে বলা হয়েছে। মধ্যপ্রদেশে করোনায় মোট আক্রান্ত ১৪ জন।
শুধু ভোপাল নয়, ইন্দোর ও উজ্জয়েন শহরেও আক্রান্তের খোঁজ মিলেছে। আটটি শহরে কারফিউ জারি করা আছে যাতে কোনোভাবেই কেউ রাস্তায় ঘোরাঘুরি করতে না পারেন।