জরিপে আরো এগিয়ে বাইডেন, পিছিয়ে পড়ছেন ট্রাম্প
মার্কিন আসন্ন নির্বাচনের ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেন জনপ্রিয়তার দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।
চলতি মাসের ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা যায়- জো বাইডেন পেয়েছেন শতকরা ৫২ শতাংশ ভোটারের সমর্থন, সেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪০ ভাগ সমর্থন।
এর বাইরে শতকরা ৩ ভাগ ভোটার জানিয়েছেন, তারা অন্য কোনো প্রার্থীকে ভোট দেবেন। শতকরা ৫ ভাগ ভোটার জানিয়েছেন- তারা এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন, নির্বাচনে কাকে ভোট দেবেন তা ঠিক করেন নি। গত বুধবার এ জরিপ ফলাফল প্রকাশ হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যখন দুই মাসেরও কম সময় হাতে রয়েছে তখন এই জরিপ ফলাফল প্রকাশিত হলো। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
জরিপ ফলাফলে; যে ৫ ভাগ ভোটার ভোট দেয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন- তারা সবাই যদি ট্রাম্পকে সমর্থন দেন তাহলেও বাইডেনের সঙ্গে জনপ্রিয়তায় কুলিয়ে উঠতে পারবেন না।
- সূত্র: পার্স টুডে