জর্জ ফ্লয়েড হত্যায় চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে মিনিয়াপলিস পুলিশের ৪ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
এই চারজন হলেন ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে ধরা ডেরেক শভিন, টাউ থাও, টমাস লেন এবং জে আলেকজান্ডার কুয়েং।
সিএনএনের এক প্রতিবেদনে এই খবর জানা যায়।
এদের মধ্যে ডেরেক শভিনের (৪৪) বিরুদ্ধে তৃতীয় মাত্রার হত্যার অভিযোগ এনে মামলা করা হয়। বাকি তিনজনের মধ্যে টমাস লেন (৩৭) ও জে আলেকজান্ডার কুয়েং (২৬), যারা ফ্লয়েডকে নিয়ন্ত্রণে সহায়তা করেছিলেন এবং কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা টাউ থাওকে (৩৪) প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়নি। তাদের বিরুদ্ধে এখন দ্বিতীয় ডিগ্রি হত্যাকাণ্ডকে সহায়তা ও দ্বিতীয় স্তরের হত্যাকে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
বুধবার মিনেসোটা অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন তাদের বিরুদ্ধে এই অভিযোগ ঘোষণা করেন।
৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার ঘটনায় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "জর্জ ফ্লয়েড, তার পরিবার, আমাদের সম্প্রদায় এবং আমাদের রাষ্ট্রের জন্য ন্যায়বিচারের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি।"
জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে ধরা প্রাক্তন মিনিয়াপলিস পুলিশ অফিসারের বিরুদ্ধে বুধবার দ্বিতীয় ডিগ্রি হত্যার আরও একটি গুরুতর গণনা করা হয়েছিল, এবং ওই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা অপর তিন কর্মকর্তাকে দ্বিতীয় ডিগ্রি হত্যাকাণ্ডে সহায়তা ও দুষ্কর্ম করার অভিযোগ আনা হয়েছিল।
"আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ঘটনাগুলি মিস্টার ফ্লয়েড, তার পরিবার, আমাদের সম্প্রদায় এবং আমাদের রাষ্ট্রের জন্য ন্যায়বিচারের স্বার্থে রয়েছে" মিনেসোটা অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এই অভিযোগ ঘোষণার সময় বলেছিলেন।
৪৪ বছর বয়সী শভিনকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওক পার্কের মিনেসোটা সংশোধন বিভাগে রাখা হয়েছে তাকে। আদালতের নথি অনুযায়ী বুধবার তার জামিনের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ ডলার করা হয়েছে।
কাউন্টি কারাগারের রেকর্ডের তথ্য অনুযায়ী, বুধবার লেন, কুয়েং এবং থাওকে হেফাজতে নেওয়া হয়। তাদের জামিনের পরিমাণও ১০ লাখ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফৌজদারী আইন অনুযায়ী, দ্বিতীয় ডিগ্রি হত্যাকারী ও হত্যা সহায়তাকারী ৪০ বছর পর্যন্ত কারাদন্ডে দণ্ডনীয়। আর খুনাখুনি ও হত্যায় সহায়তাকারী ১০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয়।