ধর্ষণের অভিযোগে কে-পপ তারকা ক্রিস উ গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার হলেন কে-পপ তারকা ক্রিস উ। বলিউড অভিনেত্রী দীপিকার সঙ্গে হলিউড ছবি 'ট্রিপলএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ' ছবিতে অভিনয় করেছিলেন ক্রিস। কানাডার নাগরিক ৩০ বছর বয়সী এই তারকাকে চীনে গ্রেপ্তার করা হয়েছে ।
শনিবার মধ্য রাতে চীনের রাজধানী বেইজিংয়ের চাওইয়াং জেলা পুলিশের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, 'কম বয়সি মেয়েদের ফাঁদে ফেলে যৌন সম্পর্ক স্থাপনের জন্য প্রতারণা'র অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্রিস উ-কে।
জন্মসূত্রে চীনের নাগরিক হলেও বর্তমানে কানাডার পাসপোর্ট রয়েছে জনপ্রিয় কোরিয়ান বয় ব্যান্ড 'এক্সো'র এই সাবেক সদস্যের। গত জুলাই মাসে এক চীনা স্কুল ছাত্রী এই পপ তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।
তার বিরুদ্ধে জোরপূর্বক মদ খাওয়ানোর পর শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ আনা হয়। অভিযোগকারী জানান, মিউজিক ভিডিওতে কাজ দেওয়ার কথা বলে তাকে ডেকে পাঠিয়েছিলেন এই পপ তারকা।
ক্রিসের বিরুদ্ধে অনলাইনে বন্ধুত্বের ফাঁদ পেতে কম বয়সী মেয়েদের ফাঁসিয়ে ধর্ষণ করার অভিযোগও উঠে আসছে। আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।
এ বিষয়ে এখন পর্যন্ত ক্রিস উ'র পক্ষে কোনোরকম প্রেস বিবৃতি দেওয়া হয়নি। এই ঘটনায় চিনে তীব্র রোষ তৈরি হয়েছে পপ তারকার বিরুদ্ধে।
অভিযোগ প্রমাণিত হলে চীনের আইনানুসারে কড়া শাস্তি পেতে হবে ক্রিস উ'কে। পোরশে-র মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ ছিলেন এই পপ তারকা, ধর্ষণের অভিযোগ সামনে আসার পর সেই চুক্তি বাতিল হয়ে যায়।
-
সূত্র: হিন্দুস্তান টাইমস/নিউইয়র্ক পোস্ট