ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন দোষী সাব্যস্ত
গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে দোষী সাব্যস্ত করেছে জুরি।
একদিনেরও কম সময় নিয়ে ১২ সদস্যের জুরি প্যানেল মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন বলে বিবিসি জানিয়েছে।
তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। এ কারণে চাওভিন ৪০ বছর কারাদণ্ডাদেশ পেতে পারেন।
গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা ফ্লয়েডের (৪৬) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, তিনি ২০ ডলারের একটি জাল নোট দিয়ে দোকান থেকে সিগারেট কেনার চেষ্টা করছিলেন। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারের সময় সড়কে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন টানা নয় মিনিট তার ঘাড়ের পিছনে হাটু দিয়ে চেপে বসলে ফ্লয়েডের মৃত্যু হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে উঠে আমেরিকাসহ পৃথিবীর নানা প্রান্তের মানুষ। পৃথিবীজুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
গত বছর, ফ্লয়েডের পরিবার শহর কর্তৃপক্ষ, চাওভিন এবং ফেডারেল আদালতের সাথে জড়িত আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে। মামলায় বলা হয়, গ্রেফতারের পরপরই নির্যাতনের মধ্য দিয়ে ফ্লয়েডের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন এই কর্মকর্তারা।
অত্যন্ত চাঞ্চল্যকর এ মামলায় তিন সপ্তাহের বিচার শেষে মঙ্গলবার রায় এল।
প্রসিকিউটর স্টিভ শ্লেইচার আদালতে যুক্তি উপস্থাপনের সময় বলেন, ২০ ডলারের জাল নোট দিয়ে সিগারেট কেনার জন্য অভিযুক্ত ৪৬ বয়সী ফ্লয়েডকে আটকের পর পুলিশ কর্মকর্তা চাওভিন অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন।
চাওভিনের 'শক্তির ব্যবহার অযৌক্তিক ছিল; অতিরিক্ত ছিল। এটি ছিল চূড়ান্তভাবে অপ্রাসঙ্গিক", শ্লেইচার জোর দিয়ে বলেন।
তিনি আরও বলেন, "এটি পুলিশি কার্যক্রমের মধ্যে পড়ে না। এটি হত্যাকাণ্ড"।
যুক্তিতর্ক শেষে মিনেসোটার হেনেপিন কাউন্টি আদালত চাওভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন। আইন অনুযায়ী 'দ্বিতীয় ডিগ্রী' অনিচ্ছাকৃত হত্যার জন্য সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ডাদেশ, 'তৃতীয় ডিগ্রি' হত্যার জন্য সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড এবং 'দ্বিতীয় ডিগ্রি' হত্যার জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ২০ হাজার ডলার জরিমানা করা হতে পারে।
আদালত রায় ঘোষণার সময় জানিয়েছেন, পরবর্তী আট সপ্তাহের মধ্যে চাওভিনের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হবে।
জামিন বাতিল করে রায় ঘোষণার পর হাতকড়া পরিয়ে চাওভিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে চাওভিনের দোষী সাব্যস্ত হওয়ার রায় শোনার পরপরই মিনিয়াপোলিসে জড়ো হওয়া জনতা উল্লাসে চিৎকার করতে থাকে। তারা ফ্লয়েডের নাম ধরে স্লোগান দিতে থাকে।
"ব্ল্যাক আমেরিকার জন্য ন্যায়বিচার আমেরিকার সকলেরই ন্যায়বিচার," এক বিবৃতিতে ফ্লয়েড পরিবারের আইনজীবী বেনজামিন ক্রাম্প এ কথা জানান বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তিনি বলেন, "এই মামলা আইন প্রয়োগের জবাবদিহিতার জন্য আমেরিকান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মামলা এবং এটি আমেরিকার প্রতিটি শহর ও প্রতিটি রাজ্যে একটি স্পষ্ট বার্তা প্রেরণ করে যা আমরা ইতিমধ্যে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি"।